ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-28 14:24:45

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

মশা নিধনে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা নিয়ে হাইকোর্টের প্রশ্ন ওঠায় ডিএনসিসি’র পক্ষ থেকে টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে এবং শিগগিরই নতুন ওষুধ আনার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৮ জুলাই) রাজধানীর বারিধারা এলাকার কালাচাঁদপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজে ডেঙ্গু বিষয়ক এক সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমাদের ওষুধ পরীক্ষার সময় দেখা গেছে, যত মশা মরার কথা ছিল, তা মরেনি। এটা সত্য। এর জন্য আমরা নতুন ধরনের ওষুধ কেনার উদ্যোগ নিয়েছি। এছাড়া কী ধরনের ওষুধ কেনা উচিত তা নির্ধারণের জন্য সরকারি এবং বেসরকারি খাত থেকে বিশেষজ্ঞদের নিয়ে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। যত দ্রুত সম্ভব তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’

এডাল্ট্রিসাইট ওষুধের কার্যকারিতা নিয়ে সন্দেহ আছে স্বীকার করে আতিকুল ইসলাম বলেন, ‘মশক নিধনে দুই ধরনের ওষুধ আমরা দিয়ে থাকি- একটি সকালের দিকে লার্ভিসাইট এবং দ্বিতীয়টি বিকেলের দিকে এডাল্ট্রিসাইট। লার্ভিসাইট নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। প্রশ্ন উঠেছে এডাল্ট্রিসাইট নিয়ে। আমরা সেটি নিয়ে কাজ করছি। আটটি সংস্থার বিশেষজ্ঞরা আছেন এ টেকনিক্যাল টিমে।’

সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন মেয়র আতিকুল ইসলাম, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

 

এর আগে এক সভায় শিক্ষার্থীদের উদ্দেশে আতিক বলেন, ‘আমাদের নিজেদের সচেতন হতে হবে। আমরা সচেতন হলে এডিস মশা নিয়ন্ত্রণ করা যাবে। আর এডিস মশা নিয়ন্ত্রণ করা গেলে ডেঙ্গু বা চিকুনগুনিয়া আমাদের স্পর্শ করতে পারবে না। আজ আমি তোমাদের কাছে এসেছি, যেন তোমরা বাসায় গিয়ে সবাইকে বল, আসুন আমরা সবাই মিলে তিন দিনের বেশি কোথাও পানি জমতে না দেই। আমাদের চারপাশের জায়গাগুলো আমরা যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখি।’

এ সময় ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মমিনুর রহমান মামুন, ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন বাবুল, কলেজের অধ্যক্ষ ড. আরিফুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর