জনপ্রশাসন ব্যাংক চান ডিসিরা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-31 23:23:32

জেলা প্রশাসকরা (ডিসি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে কর্মরতদের জন্য জনপ্রশাসন ব্যাংক করার প্রস্তাব দিয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে ডিসি সম্মেলনের পঞ্চম দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন।

ডিসিরা কি ধরনের প্রস্তাব করেছেন জানতে চাইলে তিনি বলেন, ডিসিরা বেশ কিছু প্রস্তাব দিয়েছে। তারা আমাদের জনপ্রশাসনের কর্মকর্তাদের জন্য অলাদা ব্যাংক করার প্রস্তাব দিয়েছে। কিছু প্রস্তাব বাস্তবসম্মত, যেগুলো যৌক্তিক সেগুলো বাস্তবায়ন করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, তারা জনপ্রশাসন ব্যাংক চাইতেই পারে। ইতোমধ্যে জনপ্রশাসনে পাঁচ হাজার কর্মকর্তা কাজ করছেন। সাবেক যারা আছেন, যারা অবসরে গেছেন তারা সম্পৃক্ত হতে পারেন। সেটি জনগণ ও দেশের জন্য কল্যাণকর হলে করা যাবে। সব বিষয় বিবেচনা করবে সরকার।

তিনি বলেন, ব্যাংক কিন্তু তারা চাইতেই পারে, সেই চাওয়ার অধিকার তাদের আছে। করা হবে কিনা সেটা সরকার বিবেচনা করবে।

 

এ সম্পর্কিত আরও খবর