লালমনিরহাটের দুই কলেজের কেউ পাস করেনি

ঢাকা, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, লালমনিরহাট | 2023-08-31 16:39:57

দিনাজপুর বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে শতভাগ অকৃতকার্যের তালিকায় রয়েছে লালমনিরহাটের দুইটি কলেজ। কলেজ দুটি হলো, কালীগঞ্জ উপজেলার দক্ষিণ ঘনশ্যাম স্কুল অ্যান্ড কলেজ ও আদিতমারী উপজেলার নামুরী হাই স্কুল অ্যান্ড কলেজ।

বুধবার (১৭ জুলাই) ফল প্রকাশের পর দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ২৪ হাজার ৮২৯ জন শিক্ষার্থী। এ বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৭৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৯ জন। গত বছর পাসের হার ছিল ৬০ দশমিক ২১ শতাংশ। গতবারের চেয়ে এবার পাসের হার বাড়লেও এ বোর্ডের মধ্যে লালমনিরহাটের দুটি কলেজের কেউ পাস করেনি বলেও জানান তিনি।

নামুড়ী হাই স্কুল অ্যান্ড কলেজের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক নজরুল ইসলাম বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, প্রতিষ্ঠানের মানববিক বিভাগে ২ জন পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করে। এর মধ্যে দুজনেই  ফেল করেছে।

অপরদিকে দক্ষিণ ঘনশ্যাম স্কুল অ্যান্ড কলেজ প্রাধান শিক্ষক মনির হোসেন বার্তাটোয়েন্টিফোর.কমকে  বলেন, “ফেল করার কারণ আমি বলতে পারবো না। কি কারণে ফিল করেছে সেটি তারাই বলতে পারবে।” ব্যাচে কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল এমন প্রশ্ন এড়িয়ে যান তিনি।

 

এ সম্পর্কিত আরও খবর