বাবার কবর জিয়ারত করতে গিয়ে আবেগাপ্লুত সা’দ এরশাদ

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রংপুর | 2024-01-17 20:56:27

রংপুরে নিজ হাতে গড়া পল্লী নিবাসে চির নিদ্রায় শায়িত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যায় তাকে সমাহিত করার পর কবরের পাশে বসে বহু ক্ষণ কেঁদেছেন বড় ছেলে রাহগীর আলমাদি সা’দ এরশাদ। বুধবার (১৭ জুলাই) বাবার কবর জিয়ারত করতে গিয়ে আবারো অঝোরে কাঁদলেন তিনি।

 

সকালে এরশাদের পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজনেরা কবরের পাশে ফাতেহা পাঠ করেন। সাবেক রাষ্ট্রপতির মাগফেরাত কামনায় দোয়া করেন তারা।

দুপুরে ঢাকায় ফেরার আগে বাবার কবর জিয়ারত করতে যান সা’দ এরশাদ। সঙ্গে ছিলেন এরশাদের চাচাতো ভাই সামসুজ্জামান মুকুল, জাপার প্রেসিডিয়াম সদস্য ও এরশাদের ভাতিজা মেজর (অব.) খালেদ আখতার, ব্যক্তিগত কর্মকর্তা জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মুন্সি আব্দুল বারী সহ পরিবারের অন্য সদস্যরা।

বিকালে গুলশানের আজাদ মসজিদে এরশাদের কুলখানি অনুষ্ঠিত হবে। সেখানে অংশ নিতে দুপুরে রংপুর ছেড়েছেন সা’দ এরশাদ।

জাতীয় পার্টির উপ-প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী জানান, বুধবার (১৭ জুলাই) বাদ আসর আজাদ মসজিদে এরশাদের রুহের মাগফিরাত কামনায় কুলখানির আয়োজন করা হয়েছে। এতে অংশ নিতে সর্বস্তরের মানুষের প্রতি অনুরোধ জানিয়েছেন দলের মহাসচিব ও সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। 

উল্লেখ্য, গত রোববার (১৪ জুলাই) সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান সাবেক সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদ। চার দফা জানাজা শেষে মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যায় রংপুরে তাকে সমাহিত করা হয়। ৮৯ বছর বয়সী এরশাদ রক্তে সংক্রমণসহ লিভার জটিলতায় ভুগছিলেন। 

এ সম্পর্কিত আরও খবর