দালাল চক্রের সক্রিয় ৭ সদস্যের কারাদণ্ড

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 17:08:34

রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউট ও পঙ্গু হাসপাতালের সামনে থেকে দালাল চক্রের সক্রিয় ৭ সদস্যকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।

এদের মধ্যে ইলিয়াস হোসেনের (৩৩) তিন মাস, মো.শাওন মৃধার (২৫) এক মাস, ওমর ফারুক (২০) এক মাস, জহিরুল ইসলাম জনির (২২) এক মাস, মো. ফয়েজুল্লার (৩৩) এক মাস, মো. রেজাউল করিমের (৪৬) এক মাস এবং মো. দুলালের (৩০) পনের দিন কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

মঙ্গলবার (১৬ জুলাই) র‍্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ সাইফুল মালিক এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘দীর্ঘদিন থেকে একটি সংঘবদ্ধ দালালচক্র রাজধানীর আগারগাঁও হৃদরোগ ইনস্টিটিউট ও পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে স্থানীয় বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে যায়। এর মাধ্যমে তারা অসহায় রোগীদের নিকট থেকে চিকিৎসার নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। এসব অভিযোগের ভিত্তিতে র‍্যাব-২ অভিযান পরিচালনা করে।’

র‌্যাব কর্মকর্তা বলেন, ‘অভিযান শেষে র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৭ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

এ সম্পর্কিত আরও খবর