বন্যায় খাদ্য সঙ্কট হবে না: খাদ্যমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-31 07:25:15

বন্যায় খাদ্যের কোনো সঙ্কট হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মঙ্গলবার (১৬ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের প্রথম কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।

বন্যায় খাদ্য সঙ্কট হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘খাদ্যের কোনো সঙ্কট নেই। আমাদের পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। শুধুমাত্র খাদ্য গুদামে না, ত্রাণেও খাদ্য মজুদ আছে। যে কোনো অবস্থা মোকাবেলা করতে আমরা প্রস্তুত।’

বন্যায় ফসল নষ্ট হওয়ার শঙ্কা আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন কোনো ফসল তো লাগানো নেই। এটা কেবলমাত্র ধান লাগানোর সময়। এর মধ্যে বন্যা নেমে গেলে ধান আবারো লাগানো যাবে।’

ডিসিদের কোনো বিশেষ নির্দেশনা দিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘যে ধান আমরা কিনছি, চার লাখ মেট্রিক টন ধান আমরা কিনব। অথচ গতকাল পর্যন্ত আমাদের কেনা হয়েছে এক লাখ মেট্রিক টন। উনারা সাহায্য করছেন, কিন্তু আরো জোরদার করার জন্য এবং আমাদের লোকেরা যেন আরো বেশি অ্যাক্টিভ হন, কৃষকদের কাছ থেকে যেন ধান কিনতে পারেন, এসব বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।’

এছাড়া প্রতিটি জেলায় আমাদের নিরাপদ খাদ্যের অফিস হবে। সেখান থেকে মানুষ যেন নির্ভেজাল পণ্য গ্রহণ করতে পারেন, সেজন্য ডিসিদের আরো কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

এ সম্পর্কিত আরও খবর