নিবন্ধনের আবেদন করেছে আট হাজারের বেশি অনলাইন

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-25 21:44:28

আট হাজারেরও বেশি অনলাইন নিবন্ধনের জন্য আবেদন করেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘অনলাইনগুলো নিবন্ধনের আওতায় আনার জন্য দরখাস্ত আহ্বান করেছি, আজ শেষ দিন। এ পর্যন্ত সবমিলিয়ে আট হাজারের বেশি দরখাস্ত জমা পড়েছে। আট হাজার অনলাইন বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু যৌক্তিক, সে প্রসঙ্গটি অবশ্যই সামনে আসে।’

সোমবার (১৫ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জেলা প্রশাসকদের সঙ্গে অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আবেদন করা অনলাইনগুলোর মধ্যে যেগুলোর প্রয়োজন আছে, অনলাইন হিসেবে সত্যিকার অর্থে কাজ করতে পারবে, কাজ করার সক্ষমতা রাখে এবং অন্য কোনো উদ্দেশে দরখাস্ত করেনি, সেগুলো যাচাই-বাছাই করে নিবন্ধনের আওতায় আনব। নিবন্ধন হলে সেখানে একটি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। একই সঙ্গে নিউ মিডিয়া, বিশেষ করে স্যোশাল মিডিয়ার যে চ্যালেঞ্জ রয়েছে, সেটি নিয়ে জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা হয়েছে। এটি শুধু বাংলাদেশ নয়, গোটে পৃথিবীতে একটি বড় চ্যালেঞ্জ। আমরা এ চ্যালেঞ্জের মধ্য দিয়েই যাচ্ছি।’

কবে নাগাদ অনলাইন নিবন্ধন হবে জানতে চাইলে তিনি বলেন, ‘অনলাইনের জন্য যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নিতে সময় লাগবে। নির্দিষ্ট করে সময় বলতে চাই না। যেগুলো সত্যিকার অর্থে অনলাইন হিসেবে কাজ করে তাদের সহসাই আমরা নিবন্ধনের আওতায় আনব। আর যেগুলোর ব্যাপারে ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন, সেগুলো সেভাবেই করতে হবে।’

‘ডিজিটাল নিরাপত্তা আইন বাস্তবায়ন করতে গিয়ে এর কোনো অপব্যবহার যাতে না হয়, অহেতুক কেউ হয়রানির শিকার যাতে না হন, সেদিকে লক্ষ রাখতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে,’ যোগ করেন মন্ত্রী।

তিনি বলেন, ‘কেবল নেটওয়ার্ক পরিচালনার ক্ষেত্রে যে আইন রয়েছে, সেটি পরিচালনা করার জন্য ক’দিন আগে থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। টেলিভিশন ক্রম নিয়ে বিশৃঙ্খলা ছিল, দেশি চ্যানেলের মধ্যে বিদেশি চ্যানেল ঢুকে যেত। কেবল ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে চ্যানেলের ক্রম নির্ধারণ হতো। সেখানে এখন শৃঙ্খলা ফিরেছে।’

এ সম্পর্কিত আরও খবর