অবৈধ ইটভাটা চিরতরে বন্ধ করা হবে: পরিবেশমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-21 22:47:07

অবৈধ ইটভাটা চিরতরে বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন বন, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন।

এ বিষয়ে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের নির্দেশ দিয়েছেন তিনি।

রোববার (১৪ জুলাই) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জেলা প্রশাসকদের সঙ্গে অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

তিনি বলেন, ‘পরিবেশ ও বায়ু দূষণ বন্ধে এবং পাহাড় রক্ষায় আমরা আলাপ করেছি। বেআইনি ইটভাটাগুলো বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনও রয়েছে। আমরা পরিষ্কার বলেছি, অবৈধ কোনো ইটভাটা থাকতে পারবে না। বনের দুই কিলোমিটারের মধ্যে কোনো অবৈধ ইটভাটা থাকতে পারবে না।’

‘জেলা প্রশাসকরা বলেছেন যে এসব অবৈধ ইটভাটা সরাতে তাদের কতটুকু ক্ষমতা দেওয়া হয়েছে, তা স্পষ্ট করলে তারা সে অনুযায়ী ব্যবস্থা নেবেন। আমরা বলেছি, এ বিষয়ে আইন আপনাদের যে ক্ষমতা দিয়েছে, সে অনুযায়ী ব্যবস্থা নেন,’ যোগ করেন মন্ত্রী।

অবৈধ ইটভাটার মালিকানায় রাজনৈতিক দলের ব্যক্তিরা বেশি। এ কারণেই কী তাদের অবৈধ ইটভাটা উচ্ছেদ করা সম্ভব হচ্ছে না- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘জেলা প্রশাসকরা বলেছেন, হাইকোর্টে মামলা থাকার কারণে এসব ইটভাটা উচ্ছেদ করা সম্ভব হচ্ছে না। আমরা সে কারণে বলেছি, হাইকোর্টে যদি কোনো মামলা থেকে থাকে, তাহলে সেটা আমাদের অবহিত করুন। আমরা সে মামলা ফেস করব এবং সেটা নিষ্পত্তির ব্যবস্থা করব। আর এ মামলা নিষ্পত্তি হলেই এসব অবৈধ ইটভাটা বন্ধ করার ব্যবস্থা করা যাবে।’

‘পরিবেশ সংক্রান্ত যে সব দায়িত্ব জেলা প্রশাসকদের দেওয়া হয়েছে, তারা তা যথাযথভাবে পালনের বিষয়ে আমাকে আশ্বস্ত করেছেন। পরিবেশ, বন এবং জলবায়ু সমস্যা সমাধানের জন্য জেলা প্রশাসকরা আন্তরিকভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমি আশাবাদী, বন মন্ত্রণালয়ের যেসব সমস্যা আছে, সেসব সমস্যা দূর করার জন্য আজকের জেলা প্রশাসকদের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

এ সম্পর্কিত আরও খবর