কোথায় এরশাদের দাফন?

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-25 16:33:05

নেতাকর্মীদের চাওয়া অনুযায়ী হুসেইন মুহম্মদ এরশাদের দাফন হবে, নাকি সামরিক কবরস্থান বা অন্য কোথাও হবে সেটা পরে জানা যাবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

রোববার (১৪ জুলাই) দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ের সামনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘আমি আবারও পরিষ্কার করে বলতে চাই, নেতাকর্মীদের চাওয়া অনুযায়ী এরশাদের দাফন হবে। তবে এরশাদের চাওয়া ছিল সমারিক কবরস্থানে দাফন। নেতাকর্মীরা সামরিক কবরস্থানের বাইরে দাফনের দাবি জানিয়ে আসছেন। তারা উন্মুক্ত স্থানে দাফনের দাবিতে বনানীতে বিক্ষোভ করছেন। তারা মনে করছেন, সামরিক কবরস্থানে দাফন করলে তারা সেখানে যখন তখন যেতে পারবেন না।’

বিক্ষুব্ধ নেতাকর্মীদের শান্ত থাকার অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, ‘আপনাদের চাওয়া অনুযায়ী তাকে দাফন করা হবে। ওনার পরিবারের সঙ্গেও আলাপ চলছে।’

দাফনের চূড়ান্ত স্থান সম্পর্কে কখন জানা যাবে- এমন প্রশ্নের জবাবে রাঙ্গা বলেন, ‘পরশুদিন পর্যন্ত অপেক্ষা করেন।’

এ সম্পর্কিত আরও খবর