নুসরাত হত্যা: সাক্ষীদের সাক্ষ্য মনিটরিং করা হচ্ছে

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-24 02:59:33

নুসরাত হত্যা মামলায় সাক্ষীদের সাক্ষ্য মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান ও ডিআইজি বনজ কুমার মজুমদার।

শনিবার (১৩ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত এক বিতর্ক অনুষ্ঠানে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বনজ কুমার মজুমদার বলেন, ‘নুসরাত হত্যা মামলায় সাক্ষীরা যাতে ভয় ভীতিহীনভাবে সাক্ষ্য দিতে পারেন সে জন্য আমরা কাজ করছি। কিন্তু তারপরও সাক্ষ্য একটু এদিক-সেদিক হয়েছে, সেগুলো মনিটরিং করা হচ্ছে। নুসরাত হত্যার মামলায় ৯২ জনকে সাক্ষী হিসেবে রাখা হয়েছে। নুসরাতের ভাইসহ ১৩ জনের সাক্ষ্য নেওয়া শেষ। এই সাক্ষীদের মধ্যে প্রথম সাতজন বেশি গুরুত্বপূর্ণ। তবে ৮ থেকে ৩২ নম্বর সাক্ষীদের ওপর নির্ভর করবে মামলা কত দূর এগিয়ে নেওয়া যাবে।'

এ সম্পর্কিত আরও খবর