দেশে অতি ভারী বর্ষণের পূর্বাভাস

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 20:30:35

মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থান বিরাজ করছে। ফলে রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, বরিশাল ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

শনিবার (১৩ জুলাই) আবহাওয়া অফিসের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, ‘মৌসুমি বায়ু সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে। ফলে দেশের কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে। ঢাকায় শনিবার সারাদিনে ২৩ মিলিমিটার ও বৃষ্টির পরিমাণ রেকর্ড করা হয়েছে। এছাড়া সর্বোচ্চ বৃষ্টির পরিমাণ রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে ১২৮ মিলিমিটার। এ ছাড়া বন্দরনগরী চট্টগ্রামে বৃষ্টির পরিমাণ রেকর্ড করা হয়েছে ৯২ মিলিমিটার।’

তিনি আরও জানান, ‘ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগে পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।’

এদিকে, নদীবন্দরের সতর্ক বার্তায় বলা হয়েছে- কুষ্টিয়া, যশোর, পাবনা, রংপুর, রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উল্লেখ্য, ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন নদী তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে বন্যা। ইতোমধ্যে সুরমা, সারিগোয়াইন, সোমেশ্বরী, কংস, সাঙ্গু, মাতামুহুরী ও তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া যমুনা এবং গঙ্গা-পদ্মা নদীর পানিও বেড়েছে। ফলে খাবার ও বিশুদ্ধ পানি সংকটে দিন পার করছেন ওই সব এলাকার পানিবন্দিরা।

এ সম্পর্কিত আরও খবর