ধর্ষণের বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-12 21:11:16

সারাদেশে যে সব ধর্ষণের ঘটনা ঘটছে, এর বি‌রুদ্ধে ‌দেশবাসীকে জেগে ওঠার আহ্বান জা‌নিয়েছে ফিউচার অব বাংলাদেশ নামের এক‌টি সংগঠন।

শ‌নিবার (১৩ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে তারা এ আহ্বান জানায়।

মানববন্ধনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোল‌নের সভাপ‌তি কে এম রকিবুল ইসলাম রিপন ব‌লেন, ‘দেশজুড়ে বিচারহীনতার সংস্কৃতি, গুম, খুন, ধর্ষণ ও দুর্নীতির বিরুদ্ধে দেশবাসীকে জেগে উঠতে হ‌বে। তা নাহ‌লে সারা দে‌শে মহামা‌রি আকার ধারণ কর‌বে।’

তিনি আরও বলেন, ‘সমাজের প্রতিটি জায়গায় অন্যায়, গুম, খুন, ধর্ষণ দুর্নীতির দানা বেঁধেছে। এই অবস্থার বিরুদ্ধে বাংলার মানুষকে জাগতে হবে। এ দেশের সব জায়গায় অবিচার-অন্যায় প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। এ মুহূর্তে যদি আমরা না জাগি তাহলে আমাদের ভবিষ্যত অন্ধকার।’

রকিবুল ইসলাম রিপন বলেন, ‘গডফাদারদের আড়াল করতে আইনের দুর্বলতার ফাঁক ফোকড় দিয়ে অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে। প্রয়োজনে আইন সংশোধন করে কঠোর আইন করার মাধ্যমে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে গুম, খুন, ধর্ষণ ও দুর্নীতির মতো ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।’

সংগঠ‌নের সাধারণ সম্পাদক শওকত আজিজ বলেন, ‘আজ শিশু থেকে নব্বই বছরের বৃদ্ধা- কেউ ধর্ষণ থেকে রেহাই পাচ্ছে না। কত বড় বিকৃত মস্তিষ্কের হলে এরা এসব কাজ করতে পারে। এর জন্য দায়ী বিচারহীনতার সংস্কৃতি। দে‌শে বিচার ব্যবস্থা ঠিক থাক‌লে দে‌শের প‌রি‌স্থি‌তি এতো খারাপ পর্যায় যেত না । তাই দে‌শে বিচার ব্যবস্থা আগে ঠিক কর‌তে হ‌বে।’

সংগঠ‌নের সভাপ‌তি এস এম উজ্জলের সভাপ‌তি‌ত্বে মানববন্ধ‌নে আরও উপ‌স্থিত ছি‌লেন অ্যাডভোকেট মোজা‌ম্মেল হক, কে জি সে‌লিম,তন্ময় সি‌দ্দিকী সুজন, মাহিউ‌দ্দিন স‌জিব,তান‌বির আহ‌মেদ, মো. আসিকুল ইসলাম, ইস‌তিয়াক আহ‌মেদ খান, আশরাফুল হো‌সেন, জু‌য়েল আহ‌মেদ, জ‌সিম উ‌দ্দিন ক‌বির প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর