রাজশাহীতে ট্রেনের বগি লাইনচ্যুত, যোগাযোগ বিচ্ছিন্ন

রাজশাহী, জাতীয়

স্টাফ করেসপন্ডেট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজশাহী | 2023-08-25 00:13:53

রাজশাহীর চারঘাট ‍উপজেলার হলিদাগাছী স্টেশনের কাছে তেলবাহী ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এরপর থেকে রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন যোগযোগ বন্ধ রয়েছে।

সকালে খুলনা থেকে তেলবাহী ট্রেনটি ছেড়ে আসে। বিকেলে ঈশ্বরদীতে কিছু সময় বিরতির পর চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের উদ্দেশে তেলবাহী ট্রেনটি ফের যাত্রা শুরু করে। সন্ধ্যায় চারঘাটের হলিদাগাছীর দীঘলকান্দি এলাকায় পৌঁছালে লাইনচ্যুত হয় বগিগুলো।

রাজশাহী রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট আব্দুল করিম বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, ‘খবর পেয়ে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঈশ্বরদী স্টেশন থেকে রিলিফ ট্রেন সেখানে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিস্তারিত কারণ এখনও জানা যায়নি। রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছালে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এ সম্পর্কিত আরও খবর