জাদুকাটা নদী: নুড়ি পাথরের ইজারা নিয়ে বালু উত্তোলন

সিলেট, জাতীয়

তৌফিকুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 01:25:03

সুনামগঞ্জ থেকে: সুনামগঞ্জের জাদুকাটা নদী থেকে নুড়ি পাথর তোলার জন্য খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে অনুমতি নেয় কিছু ইজারাদার প্রতিষ্ঠান। কিন্তু নুড়ি পাথরের পাশাপাশি নদী দূষণ করে রাতের আধারে বোমা মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করা হয় বলে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

মঙ্গলবার (৯ জুলাই) সকালে সরেজমিনে সুনামগঞ্জ জেলার যাদুকাটা নদীর লাউয়েরগড় এলাকার বালু ও নুড়ি পাথর বিক্রয়কেন্দ্রে দেখা যায়, বালু তোলার কোনো কার্যক্রম চলছে না। কিন্তু বালুর বড় বড় স্তুপ করে রাখা হয়েছে।

ভারতের মেঘালয় রাজ্যর পাহাড় বেয়ে ঝরনার পানির সাথে সাধারণত বালু মিশ্রিত নুড়িপাথর এই জাদুকাটা নদীতে চলে আসে। যা বাংলাদেশের অন্যতম খনিজ সম্পদ।

স্থানীয় বাসিন্দা ও পরিবেশ নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছেন, নুড়ি পাথরের নাম করে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। যার ফলে জাদুকাটা নদীসহ সুনামগঞ্জের হাওরের পরিবেশ নষ্ট হচ্ছে।

স্থানীয় বাসিন্দা বিল্লাল বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'আমরা এখন কোনো কাজ পাচ্ছি না, বেকার। কারণ হলো যারা সরকারের কাছ থেকে নুড়ি পাথর তোলার লিজ নিয়েছে, তারা রাতের বেলায় অবৈধভাবে বোমা মেশিনের মাধ্যমে বালু তুলছে। আমাদের কাউকে নদীতে নামতে দেয় না বালু তোলার জন্য। এই মেশিন ব্যবহার করার ফলে নদীর পরিবেশসহ নদীর পাড় ভেঙে যাচ্ছে, হাওরের মাছ কমে যাচ্ছে, ধানের ধান চাষ কমে যাচ্ছে।’

নুড়ি পাথরের ইজারা নেওয়া আজাদ হোসেন গং-এর দায়িত্বে থাকা ব্যবস্থাপক ইব্রাহিম হোসেন বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'এক বছরের জন্য খনিজসম্পদ মন্ত্রণালয়ের কাছ থেকে ইজারা নিয়েছি বালু মিশ্রিত নুড়ি পাথর তোলার জন্য। আলাদাভাবে কোনো বালু তুলি না। নুড়ি পাথরের সাথে যেসব বালু আসে তার বাইরে বালু তুলি না।’

তবে বোমা মেশিন ব্যবহার করে নুড়ি পাথর তোলার বিষয়টি অস্বীকার করেন এই ব্যবস্থাপক। তাছাড়া ইজারা নেওয়ার কোনো কাগজপত্রও এই ব্যবস্থাপক দেখাতে পারেননি।

পরিবেশ বাঁচাও আন্দোলন পবার চেয়ারম্যান আবু নাসের খান বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘অবৈধভাবে নুড়ি পাথরের নামে বালু তোলার ফলে তাৎক্ষণিক কোন ক্ষতি না হলেও দীর্ঘস্থায়ী অনেক ক্ষতি হতে পারে। হাওর অঞ্চলের জীব বৈচিত্র্য সহ সকল ধরনের পরিবেশ হুমকির মুখে পড়বে।’

পরিবেশ ও মানবাধিকারকর্মী কবি শাহেদ কায়েস বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'নদীর ভারসাম্য রক্ষার জন্য অবশ্যই নদী থেকে নুড়ি পাথর ও বালু উত্তোলন করার প্রয়োজন আছে। কিন্তু সেটি ম্যানুয়ালি করতে হবে এর জন্য এমন কিছু ব্যবহার করা যাবে না, যা নদীকে হুমকির মুখে ফেলবে তাই অচিরেই জাদুকাটা নদীর এই অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে হবে।’

এ সম্পর্কিত আরও খবর