বৃষ্টি ও অবরোধে বাড্ডায় চরম ভোগান্তি

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-22 22:26:32

রাজধানীর গুরুত্বপূর্ণ তিনটি সড়ক থেকে রিকশা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো রাস্তা অবরোধ কর্মসূচি পালন করছেন রিকশা চালকরা।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুর ১টা থেকে এই অবরোধ কর্মসূচির সঙ্গে যুক্ত হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। অবরোধ ও বৃষ্টি মিলে রাজধানীর বাড্ডা রোডে চলাচলরত যাত্রীদের এখন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, রাস্তা অবরোধের ফলে কুড়িল বিশ্বরোড থেকে রামপুরা পর্যন্ত সকাল ৮ থেকে যানচলাচল বন্ধ রয়েছে। এতে ফুটপাত দিয়ে হেঁটে দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে দিচ্ছেন এ পথে চলাচলকারীরা। তবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতে যাত্রীদের ভোগান্তি আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

এ বিষয়ে ষাটোর্ধ্ব মো. সিদ্দিকুর রহমান বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'কুড়িল থেকে হাঁটতে হাঁটতে উত্তর বাড্ডা এসেছি। মাঝ পথে শুরু হয়েছে বৃষ্টি, যাব মালিবাগ। আর হাঁটতে পারছি না, রাস্তাও ফুরাচ্ছে না। আন্দোলন ও বৃষ্টিতে রাস্তায় অনেক কষ্ট হচ্ছে আমাদের।'

জাহানারা বেগম নামে আরেক যাত্রী বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'উত্তরা থেকে কোনো গাড়ি চলছে না। মতিঝিল যাব কিন্তু শুনতেছি সম্পূর্ণ রাস্তায় নাকি গাড়ি চলছে না। এই বৃষ্টির মধ্যে কতক্ষণ হাঁটা যায়। আমরা চাই, সরকার দ্রুত তাদের দাবি মেনে নিক, যাতে করে আমরা ভোগান্তি থেকে বাঁচতে পারি।'

এদিকে রাস্তা অবরোধের বিষয়ে রিকশা চালকরা বলছেন, 'আমরা দাবি আদায় না হওয়ার পর্যন্ত রাস্তা ছেড়ে যাব না। রাস্তা ছেড়ে আমরা যাব কোথায়। আমাদেরকে কাজ দেবে, আমরা কী করে খাব? দাবি না মানলে আমরা রাস্তায় মরে যাব, তার পরেও রাস্তা ছাড়ব না।'

এ সম্পর্কিত আরও খবর