রামপুরা ব্রিজে রিকশাচালকদের অবরোধ

ঢাকা, জাতীয়

স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট, বার্তাটো‌য়ে‌ন্টি‌ফোর.কম, ঢাকা | 2023-08-22 13:24:30

রাজধানী‌তে রিকশা চালানোর সুযোগ দেওয়ার দা‌বি‌তে মঙ্গলবার (৯ জুলাই) সকাল থেকেই বাড্ডা-রামপুরা সড়কে অবরোধ কর্মসূচি পালন করছে চালকরা। দুপুর ১২টার দিতে রামপুরা ব্রিজ অবরোধ করেন তারা। এতে সংলগ্ন সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

স‌রেজ‌মি‌নে গিয়ে দেখা যায়, রামপুরা ব্রি‌জের দুই মু‌খে অবস্থান নি‌য়ে‌ছেন রিকশাচাল‌করা। ফ‌লে মেরুল বাড্ডার ইউলুপ থেকে শুরু করে বনশ্রীর মেরা‌দিয়া পর্যন্ত যানজট দেখা দিয়েছে। এমননি হা‌তিরঝিল থে‌কে আসা গাড়িগুলোও থমকে আছে।

ত‌বে বি‌শেষ ক্ষেত্রে গাড়ি আটকাচ্ছেন না রিকশাচলকরা। অ্যাম্বুলেন্সের মতো জরুরি যান চলতে দিচ্ছেন তারা।

অবরোধ কর্মসূচিতে চালকেরা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন। তাদের আরও স্লোগান হলো- 'রিকশা চল‌বে', 'রিকশা আছে যেখা‌নে আমরা আছি সেখা‌নে', 'এক হও এক হও, রিকশা চালক এক হও', 'রিকশা ব‌ন্ধের সিদ্ধান্ত মা‌নি না, মান‌বে না' ইত্যাদি।

রিকশা চলাচ‌লের নি‌ষেধাজ্ঞা তু‌লে না নেওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তারা।

এদিকে, হঠাৎ এমন কর্মসূচিতে চরম ভোগা‌ন্তি‌তে পড়েছেন নগরবাসী। শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলগামী মানুষ পড়েছেন চরম বিপাকে। ক্রেতা না পেয়ে বন্ধ হতে বসেছে স্থানীয় ব্যবসায়ী ও দোকানিরা।

আরও পড়ুন: রিকশাচালকদের অবরোধে রামপুরায় অচলাবস্থা

এ সম্পর্কিত আরও খবর