চট্টগ্রামে ভারী বর্ষণে নাকাল নগরবাসী

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম, চট্টগ্রাম | 2023-09-01 21:10:28

মৌসুমি বায়ুর প্রভাবে টানা ভারী বর্ষণে চট্টগ্রামের অধিকাংশ নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। জলাবদ্ধত নগরীতে গণপরিবহনের সংখ্যা কমে যাওয়ায় পথে পথে দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে।

সোমবার (৮ জুলাই) টানা ভারী বর্ষণে বন্দর নগরীর অক্সিজেন, মুরাদপুর, ষোলশহর, প্রবর্তক, আগ্রাবাদসহ বেশ কিছু এলাকায় হাঁটু পরিমাণ পানি জমে যায়।

বর্ষার শুরুতেই জলাবদ্ধতা সৃষ্টির পেছনে নাগরিকরা দোষারোপ করছেন সেবা সংস্থার সমন্বয়হীনতাকে। নগরীর মুরাদপুর এলাকার এক পথচারী রহিম উদ্দিন বলেন, বর্ষার পূর্বে সামান্য বৃষ্টিতে নগরীর নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছিল। এরপরেও কোনো ওয়াসা কিংবা অন্য কোন সংস্থ্যা সড়ক মেরামত করেনি।

এদিকে বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখে তিন নম্বর সর্তক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মাজহারুল ইসলাম বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, এখন পর্যন্ত তিন নম্বর সর্তকর্তা চলছে। আবহাওয়া পর্যালোচনা করে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।

একইসাথে সাগরে অবস্থান করা নৌযানগুলোকে নিরাপদে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পাহাড়ে ঝুঁকিপূর্ণবাবে বসবাসরতদের সরিয়ে নিতে মাইকিং করা হচ্ছে এবঙ আশ্রয়কেন্দ্রে খুলেছে জেলা প্রশাসন।

এ সম্পর্কিত আরও খবর