রংপুরে পাসপোর্ট করতে এসে তিন রোহিঙ্গা তরুণী আটক

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 23:14:14

ভুয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে পাসপোর্ট করতে আসা তিন রোহিঙ্গা তরুণী আটক হয়েছে। রোববার (৭ জুলাই) বিকেলে রংপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করা হয়। কথাবার্তা ও চলাফেরায় সন্দেহ হলে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে আঞ্চলিক পাসপোর্ট অফিস।

আটক রোহিঙ্গারা হলেন—তাসমিনা বেগম (২৪), শারমিন আক্তার (২০) এবং সুমাইয়া আক্তার (২২)।

এ ব্যাপারে রংপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক নূরুল হুদা জানান, আজ রোববার দুপুরে শারমিন আখতার (২০), সুমাইয়া বেগম (২২) ও তাসমিন আরা (২৪) নামে বোরকা পরিহিত তিন তরুণী পাসপোর্ট করতে অফিসে আসেন। দীর্ঘক্ষণ সময় ধরে তারা অবস্থান করছিলেন। বিকেলে তাদের চলাফেরা ও কথাবার্তায় সন্দেহ হলে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

তারা নিজেদেরকে রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের কুর্শা বলরামপুর গ্রামের বাসিন্দা হিসেবে দাবি করেন। পরে তাদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দেখে ধারণা করা হয় আটকরা বাংলাদেশি নন। এসময় ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করেন তারা। পরে সন্ধ্যায় তাদের পুলিশে সোপর্দ করা হয়।

এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর