সিলেটে একমঞ্চে যৌতুকবিহীন ২০ বিয়ে

সিলেট, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট | 2023-08-28 01:49:54

সিলেটের কানাইঘাটে একমঞ্চে যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে হতদরিদ্র ২০ দম্পতির।

শনিবার (৬ জুলাই) কানাইঘাট ৫নং বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন চতুলীর নিজ বাড়িতে এ গণ বিয়ে অনুষ্ঠিত হয়।

ইসলাহুল মুসলিমিন পরিষদ বাংলাদেশের উদ্যোগে গণবিয়ে অনুষ্ঠানে শরিয়ত মোতাবেক ২০ জোড়া যুবক-যুবতী বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

আনুষ্ঠানিকতা শেষে নবদম্পতিরর প্রত্যেককে একটি করে সেলাই মেশিন, একটি ছাগল এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য নগদ অর্থসহ বিভিন্ন সহযোগিতা দেওয়া হয়।

এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় ইসলাহুল মুসলিমিনের চেয়ারম্যান আল্লামা ফরিদ উদ্দিন মাসুদ ও চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইনকে ধন্যবাদ জানান নবদম্পতিদের পরিবার।

বড়চতুল ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসেনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত বিয়েতে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী।

এছাড়া বিয়ে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কানাইঘাট সার্কেলের সিনিয়র এএসপি আব্দুল করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ, শাবিপ্রবি কলেজ পরিদর্শক এম তাজিম উদ্দিনসহ জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, আলিম-উলামা, বিভিন্ন সামাজিক,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত আরও খবর