ধানসিঁড়ি রেস্টুরেন্টসহ ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-30 14:59:42

ময়মনসিংহ নগরীর সি কে ঘোষ রোড ও রাম বাবু রোড এলাকায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

প্রতিষ্ঠান দুটি হলো- ধানসিঁড়ি রেস্টুরেন্ট ও হাট্টি মাটিম টিম সুপার শপ।

বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাঈনুল ইসলাম।

তিনি বার্তা২৪.কমকে জানান, ধানসিঁড়ি রেস্টুরেন্টের রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে রান্না করা খাবার, হোটেল বয়রা অপরিচ্ছন্ন থাকায় ভোক্তা অধিকার আইনে রেস্টুরেন্টটিকে ৪০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি সতর্ক করা হয়েছে।

তিনি আরও জানান, হাট্টি মাটিম টিম নামে একটি সুপার শপে অভিযান চালিয়ে সেখানে আমদানির স্লিপ, আমদানিকারকের ঠিকানা ও ডিলিং লাইসেন্স না থাকা এবং মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন পণ্য পাওয়া যাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সম্পর্কিত আরও খবর