‘সাংবাদিকদের তথ্য অপরাধীদের ব্যাপারে পুলিশকে সজাগ করে’

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-28 04:44:33

বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জে উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) দেবদাস ভট্টাচার্য্য বলেছেন, ‘পুলিশের পক্ষে সব খবর জানা সম্ভব হয় না। তাই পুলিশের ভালো সোর্সই হচ্ছে গণমাধ্যম। সাংবাদিকদের রিপোর্ট পুলিশরা বেশি ফলো করে। কারণ পুলিশ সাংবাদিকের একই লক্ষ্য।’

বুধবার (৩ জুলাই) সন্ধ্যায় রংপুর চেম্বার ভবনে বেসরকারি টেলিভিশন এনটিভির ১৭ বছরে পদার্পণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তৃতায় ডিআিইজি বলেন, ‘অনেক সময় গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট দেখার পর আমরা অপরাধ এবং অপরাধীর সম্পর্কে জানতে পারি। বলতে পারেন, সাংবাদিকদের তথ্য অপরাধীদের ব্যাপারে আমাদের সজাগ করে। পুলিশের মত সাংবাদিকরাও ঝুঁকি নিয়ে অপরাধ দমন ও নেপথ্যে থাকা জড়িতদের মুখোশ উন্মোচন করছে।’

অনুষ্ঠানে এনটিভির রংপুর অফিস প্রধান ও সিনিয়র স্টাফ রিপোর্টার একেএম মঈনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান সফি, সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডল, মহানগর বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও পীরগাছা উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ মো. মাহাবুবার রহমান, সুজনের রংপুর মহানগর সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রশীদ বাবু, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ বায়েজীদ আহম্মেদ, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর