‘জঙ্গিবাদ নিয়ে সরকার আতঙ্কিত নয়, সতর্ক’

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 10:17:49

জঙ্গিবাদ নিয়ে সরকার আতঙ্কিত নয়, সতর্ক আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সরকার জঙ্গিবাদ নিয়ে আতঙ্কে আছে কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেখুন শ্রীলঙ্কার মতো দেশে এমন ঘটনার পর থেকে কোনো দেশই স্বস্তিতে নেই। এখন নরওয়ে এবং নিউজিল্যান্ডের মতো দেশে মসজিদে হামলা হচ্ছে। আমেরিকার মতো দেশেও এসব হামলা হচ্ছে।’

সোমবার (১ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘দেখুন শ্রীলঙ্কারকে মনে করা হয়েছিল, এটি একটি শান্তিপূর্ণ দেশ। সে দেশেও কিন্তু জঙ্গি হামলা হলো। তবে আমি এ বিষয়ে বলব, আমরা আতঙ্কিত নই, সতর্ক আছি।’

সাংবাদিকদের জন্য নবম ওয়েজবোর্ড জুলাই মাসের মধ্যেই ঘোষণা করা হবে জানিয়ে তিনি বলেন, ‘এটা ঝুলিয়ে রাখার কোনো যৌক্তিকতা নেই। আমি মনে করি, এটা জুলাই মাসের মধ্যে সম্ভব।’

বিএনপি-জামায়াতের সঙ্গে জড়িতরা আওয়ামী আদর্শের সঙ্গে যুক্ত হতে পারবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘দেখুন এটা আমাদের অনেক আগের সিদ্ধান্ত। আমাদের পার্টিতে স্বাধীনতা বিরোধী কোনো দলের কোনো ব্যক্তি আসতে পারবেন না। এখানে আমরা তাদের কোনো প্রশ্রয় দেব না।’

‘গেল নির্বাচনে আমাদের বেশ কয়েকজন তরুণ সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ফলে আমাদের রুট লেভেলে নেতৃত্ব নিয়েও কোনো সঙ্কট নেই। আর আমরা এটা পরিষ্কার বলেছি, কোনোভাবেই যেন জামায়াত বা স্বাধীনতা বিরোধীরা আমাদের দলে না ঢোকে,’ যোগ করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘গেল নির্বাচনে এমন বিতর্কিত কিছু ব্যক্তি আমাদের পার্টির হয়ে নির্বাচন করতে চেয়েছিলেন, সেটা আমরা বন্ধ করেছি। ফলে এটার আর কোনো সম্ভাবনা নেই।’

স্বাধীনতা বিরোধীদের কীভাবে চিহ্নিত করা হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আমরা দলীয়ভাবে করব। প্রয়োজনে ইনটেলিজেন্স সদস্যরা এটা দেখবে।’

এ সম্পর্কিত আরও খবর