৪৫ দিনের গ্যাস সংযোগ মেলেনি পাঁচ বছরে

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2023-08-25 21:13:02

বন্দর নগরী চট্টগ্রামেরর কোতয়ালী থানাধীন পাথরঘাটা এলাকার বাসিন্দা গুপী দাশ। ২০১৪ সালের মাঝামাঝি স্বামী প্রদীপ দাশের নামে বাসায় গ্যাস সংযোগের জন্য আবেদন করেছিলেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (কেজিডিসিএল)। তিনি নগদ ৪৬ হাজার টাকা পরিশোধ করেন, ৪৫ দিনের মধ্যে গ্যাস সংযোগ পাওয়ার কথা ছিল তার। অথচ পাঁচ বছরেও গুপী দাশের বাসায় মেলেনি গ্যাস সংযোগ।

বার্তা২৪.কমকে গুপী দাশ বলেন, সিটি করপোরশেন, ভূমি খাজনাসহ যাবতীয় সব বিষয় আমরা পরিশোধ করেছি। ডিমান্ড নোট দিয়েছে। এক-দুই মাস, ছয় মাস করে করে এখনও গ্যাস দিচ্ছে না। আমাদের গ্যাস দেবে, না হয় টাকা ফেরত দিতে হবে।

গুপী দাশের মতো আরেক গ্রাহক সীমা দাশ ৫০ হাজার, সিএমপি কলোনির টুম্পা আকতার নেহা ৭০ হাজার কেউবা ১ লাখ টাকা পরিশোধ করেও পাননি গ্যাস সংযোগ। বিভিন্ন আবাসিক এলাকার এমন ২৫ হাজার গ্রাহকের কাছে ডিমান্ড নোট গেলেও গ্যাস সংযোগ পৌঁছায়নি।

গ্যাস সংযোগের দাবিতে কেজিডিসিএল ঠিকাদার ও গ্রাহক ঐক্য পরিষদের ব্যানারে গ্যাহক ও ঠিকাদাররা সোমবার (১ জুলাই) ষোলশহরে কেজিডিসিএল কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করে।

অবস্থান ধর্মঘটে গ্রাহকরা অভিযোগ করেন, যাবতীয় বিষয়াবলি পূরণ করার পরেও কর্মকর্তাদের গাফিলতির কারেণ দীর্ঘ চার-পাঁচ বছরেও গ্রাহকরা গ্যাস সংযোগ পাননি। এক সপ্তাহের মধ্যে গ্যাস সংযোগের ব্যবস্থা করা না হলে কঠোর আন্দোলনে যাবেন বলেও ঘোষণা দেন গ্রাহকরা।

অবস্থান ধর্মঘটে গিয়াস উদ্দিন চৌধুরী নামে এক ঠিকাদার বলেন, আবেদনকৃত সময়ের মধ্যে অন্যান্য অনেক এলাকায় গ্যাস দেওয়া হলেও আমাদের এলাকায় গ্যাস দেওয়া হচ্ছে না। সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতায় ঘাটতি আছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী গ্যাস ড্রিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার এ জে এম সালাউদ্দীন সরওয়ার বার্তা২৪.কমকে বলেন, আন্দোলনের যৌক্তিকতা নিয়ে আমার কোন বক্তব্য নেই। তবে গ্যাসের মজুদ সীমিত। সরকার ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে শিল্পোন্নয়নের কোন বিকল্প নেই। তাই শিল্প খাতকে বিবেচনায় নিয়ে গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে। সব জায়গায় আবাসিক খাতে গ্যাস সংযোগ স্থগিত রয়েছে। সরকার যে অবস্থান নিয়েছে, আমরা মনে করি সেটাই যৌক্তিক। হয়ত ভবিষ্যতে গ্যাস পর্যাপ্ত হলে বিবেচনা করা হবে।

ডিমান্ড নোটের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে বলেও জানান কেজিডিসিএল’র জেনারেল ম্যানেজার। তিনি বলেন, যারা কর্তৃপক্ষ আছেন তারা বিষয়টি পর্যালোচনা করবেন।

চট্টগ্রামে গ্যাস সংযোগের দাবিতে ২৫ হাজার গ্রাহক কর্ণফুলী গ্যাস ড্রিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কার্যালয়ের সামনে বিভিন্ন সময়ে অবস্থান কর্মসূচি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন।

এ সম্পর্কিত আরও খবর