প্রধানমন্ত্রী দেশে ফিরলে মন্ত্রিপরিষদ সম্প্রসারণের সিদ্ধান্ত

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 12:11:07

মন্ত্রিপরিষদে পরিবর্তন বা নতুন সংযোজনের বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর শেষে দেশে ফিরলে জানা যাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (০১ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সাম্প্রতিক বিষয়ে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আরো পড়ুন: জড়িতরা সরকারি দলের হলেও ছাড় নয়: কাদের

ওবায়দুল কাদের বলেন, ‘মন্ত্রিসভা কিছুটা শাফল-রিশাফল হতে পারে। আমার মনে হয় কিছু পদ-পদবি খালি আছে। কাজেই এখানে এক্সপান্স হতে পারে, রিশাফলের চেয়ে এটার সম্ভাবনা বেশি।’

‘যেমন—মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নেই, এ ধরনের যেসব জায়গা আছে সেগুলোর গ্যাপ পূরণ হবে। আর দফতর পরিবর্তন তো কিছু হয়ে গেছে আরও কিছু হতে পারে। মাইনর একটা পরিবর্তন তো হয়ে গেল।’

সহসাই মন্ত্রিপরিষদে পরিবর্তন হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী চীনে যাচ্ছেন, তিনি চীন থেকে ফিরে এলে আমি জানতে পারব। তবে আমার মনে হয় না সহসাই হচ্ছে।’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীন সফরে যাচ্ছেন কিনা—এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমি পার্টির জেনারেল সেক্রেটারি হিসেবে তো দেশেই থাকতে হবে। প্রয়োজন না থাকলে আমাদের কারও যাওয়া উচিৎ নয়। আমি যাওয়ার ইচ্ছে প্রকাশ করিনি, এমনকি আমার যাওয়ার প্রয়োজনও নেই। চীন সফর সম্পর্কিত দুই-একটি বিষয় আছে যেখানে সচিবরা গেলেই চলবে।’

এ সম্পর্কিত আরও খবর