রিফাত হত্যায় অভিযুক্তদের বাইরেও অনেকে জড়িত: আইজিপি

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-18 19:51:02

বরগুনায় শাহ নেওয়াজ রিফাত শরীফ হত্যাকাণ্ডে এফআইআরের বাইরেও অনেকই জড়িত আছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

তিনি বলেছেন, 'সিসি টিভির ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করার চেষ্টা চলছে। এফআইআরের (ফাস্ট ইনফরমেশন রিপোর্ট) মধ্যেও আছে এবং বাইরেও আছে, আমরা তাদের গ্রেফতার ও তথ্য উদঘাটনে নজরদারি বাড়িয়েছি।'

রোববার (৩০ জুন) বিকেলে রংপুর পুলিশ সুপারের নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জাবেদ পাটোয়ারী বলেন, 'রিফাত হত্যাকাণ্ডের বিষয়টি খুবই মর্মান্তিক। এ ঘটনার পর এখন পর্যন্ত আটজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারেও আমরা খুবই আশাবাদী। তাদের ছবি ও তথ্য আমরা দেশের সব স্থানে আমাদের ইউনিটে পাঠিয়েছি। নয়ন বন্ডসহ এ হত্যাকাণ্ডে জড়িত সকলকে গ্রেফতারে সবধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।'

তিনি বলেন, 'বরগুনা পুলিশের পাশাপাশি ঢাকা ডিবি, কাউন্টার টেররিজম, পুলিশ হেডকোয়ার্টার্স, সিআইডি, পিবিআই এবং র‍্যাবের অফিসাররা ও প্রশাসনের বিভিন্ন ইউনিট সর্বোচ্চ চেষ্টা ও সহযোগিতা করছেন। তারা যেন দেশের বাইরে পালাতে না পারে, এজন্য সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে।'

এ সময় উপস্থিত ছিলেন- রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমানসহ পুলিশ প্রশাসনের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে দুপুরে তিনি রংপুর রেঞ্জের সেবা ডিজিটালাইজড ও পুলিশি সেবা সহজীকরণের উদ্দেশ্য ডিআইজি অফিস, রংপুরের নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন করেন।

এ সম্পর্কিত আরও খবর