টঙ্গিতে জোড় ইজতেমা ১৭ নভেম্বর

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-29 22:31:27

টঙ্গীর তুরাগনদের তীরে আগামী ১৭ নভেম্বর শুরু হবে পাঁচ দিনের জোড় ইজতেমা। ওই দিন বাদ ফজর বয়ানের মধ্য দিয়ে শুরু হবে ইজতেমায় আসা ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদতবন্দেগি। মোনাজাতের মধ্য দিয়ে ২১ নভেম্বর শেষ হবে জোড় ইজতেমার আনুষ্ঠানিকতা। বিশ্ব ইজতেমা শুরু হওয়ার আগে পাঁচ দিন জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়। বিশ্ব ইজতেমার মুরুব্বী গিয়াস উদ্দিন ডিজিটালবাংলাদেশিকে জানান, বিশ্ব ইজতেমা সুন্দর ও সফলভাবে শেষ করার জন্য প্রতি বছর টঙ্গীর তুরাগ তীরে এই জোড় ইজতেমার আয়োজন করা হয়। এবার জোড় ইজতেমায় দেশের ৬৪টি জেলার আড়াই লাখ থেকে তিন লাখ মুসল্লি অংশ নেওয়ার কথা রয়েছে। তিনি আরও জানান, বিভিন্ন মেয়াদে চিল্লাধারী মুসল্লিরা জোড় ইজতেমায় অংশ নেন। এ ইজতেমা শেষে মুসল্লিরা বিভিন্ন এলাকায় তাবলীগী কাজে ছড়িয়ে পড়েন। ২০১৮ সালের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে জানুয়ারি মাসে। সে হিসাবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ১২, ১৩ ও ১৪ এবং দ্বিতীয় পর্ব ১৯, ২০ ও ২১ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত আরও খবর