আগামী দিনে ধানের ন্যায্য মূল্য পাবেন কৃষক: কৃষিমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-05 07:36:58

আগামী দিনে ধান চাষ করে কৃষককে কোনো সমস্যায় পড়তে হবে না এবং সামনের বোরো মৌসুম থেকে কৃষক ধানের ন্যায্য মূল্য পাবেন বলে আশাবাদী কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দর রাজ্জাক।

শুক্রবার (২৮ জুন) রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) চত্বরে জাতীয় বীজ মেলা-২০১৯ এর উদ্বোধন শেষে কৃষিমন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন। ‘খাদ্য উৎপাদন বৃদ্ধি অব্যাহত রাখবে মানসম্মত বীজের ব্যবহার’ প্রতিপাদ্যেকে সামনে রেখে জাতীয় পর্যায়ে তিন দিনব্যাপী বীজ মেলা শুরু হয়েছে।

আব্দুর রাজ্জাক বলেন, ‘কৃষক ধান চাষ করে যদি দাম না পান, তাহলে ধান কেন করবেন? তাই সকল ব্যবস্থা গ্রহণ করেছি, আগামী বোরো মৌসুম থেকে কৃষক যেন ধানের ন্যায্য মূল্য পান।’

মন্ত্রী বলেন, ‘খুব শীঘ্রই পূর্বাচলে দুই একর জমির উপর আধুনিক ল্যাবরেটরি ও শাকসবজি প্রসেসিং জোন করা হবে। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসা যেকোনো সবজির মান পরীক্ষা করা যাবে এবং সাথে সাথেই সবজি বাজারজাতকরণে সার্টিফিকেট পেয়ে যাবেন। এতে করে কৃষকের ভোগান্তি কমবে।’

কৃষিমন্ত্রী বলেন, ‘কৃষি কাজ লাভজনক করতে হলে মানসম্মত বীজ দিতে হবে। কৃষককে লাভবান করতে হলে উৎপাদন খরচ কমাতে হবে, সেক্ষেত্রে ভালো মানের বীজ কৃষকের হাতে তুলে দিতে হবে। প্রান্তিক পর্যায়ের কৃষকরা যেন ভালো মানের বীজ ব্যবহার করে সেদিকে লক্ষ্য রাখতে হবে।’

বর্তমান সরকারের প্রশংসা করে মন্ত্রী বলেন , ‘প্রধানমন্ত্রী সব সময় বলেন কৃষিকে আধুনিকীকরণ, যান্ত্রিকীকরণ ও বাণিজ্যিকীকরণ করার কোনো বিকল্প নেই। আমাদের বিজ্ঞানীরা নতুন নতুন বীজের জাত উদ্ভাবন করছেন। মাঠ পর্যায়ে সেগুলোর যথাযথ সংরক্ষণ বাড়াতে হবে।’

তৃতীয়বারের মতো আয়োজিত জাতীয় বীজ মেলায় ৩৪টি স্টল স্থান পেয়েছে। এর মধ্যে ১৭টি সরকারি ও ১৭টি বেসরকারি স্টল রয়েছ। এ মেলার আয়োজন করছে কৃষি মন্ত্রণালয়।

এ সম্পর্কিত আরও খবর