সরকা‌রের বিরু‌দ্ধে সাংবা‌দিক‌দের দাঁড় কর‌ানোর ষড়যন্ত্র করছে দুদ‌ক: ক্র্যাব

ঢাকা, জাতীয়

স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 13:33:23

ক্রাইম অ্যাসো‌সি‌য়েশ‌ন অব বাংলা‌দেশের (ক্র্যাব) সভাপ‌তি আবুল খা‌য়ের বলেছেন, সরকা‌রের বিরু‌দ্ধে সাংবা‌কি‌দের দাঁড় কর‌া‌নোর ষরযন্ত্র কর‌ছে দুর্নী‌তি দমন ক‌মিশন (দুদক)। এজন্য দিপু সা‌রোয়া‌রের বিরু‌দ্ধে ব্যবস্থা নেওয়ার চি‌ঠি পা‌ঠি‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার (২৭ জুন) সাংবা‌দিক দিপু সারোয়ার ও ইমরান হো‌সেন সুমন‌কে দুদকের হুম‌কির প্রতিবা‌দে আয়োজিত মানববন্ধন ও বি‌ক্ষোভ সমা‌বেশে তিনি এসব কথা বলেন।

ক্র্যাব সভাপ‌তি ব‌লেন, মি‌ডিয়ার লোক যেন দুদকে আস‌তে না পা‌রে, তারা যেন সরকার‌কে সহ‌যোগিতা কর‌তে না পা‌রে, সেজন্য এক শ্রেণীর লোক সব সময় তৎপর। সেই লো‌কেরা চায় কীভা‌বে সরকারের ভাবমূ‌র্তি নষ্ট করা যায়। সরকা‌রের বিরু‌দ্ধে যায় এমন এক‌টি প্লাটফর্ম তৈ‌রি কর‌তে ষরযন্ত্র ক‌রে কিছু সরকা‌রি কর্মকর্তা। যে কর্মকর্তা সাংবা‌দি‌কের বিরু‌দ্ধে ব্যবস্থা নেওয়ার চি‌ঠি দি‌য়ে‌ছেন, তি‌নি জে‌নেই চি‌ঠি দি‌য়ে‌ছেন। তি‌নি জা‌নেন এ চি‌ঠি দি‌লে সাংবা‌দিকরা ক্ষিপ্ত হ‌বেন, আন্দোলন কর‌বেন, সরকা‌রের ভাবমূ‌র্তি ক্ষুণ্ন হ‌বে।

‌আবুল খা‌য়ের ব‌লেন, সাংবা‌দিক‌দের এ বি‌ক্ষোভ সারা দেশ দেখ‌ছে; এমন‌কি আন্তর্জা‌তিক মি‌ডিয়ায় পর্যন্ত যা‌চ্ছে। এটা দে‌শের জন্য মঙ্গল নয়। সরকা‌রের বিরু‌দ্ধে সাংবা‌দিক‌দের দাঁড় করা‌তে ‌কর্মকর্তা এমন চি‌ঠি দি‌য়ে‌ছে। আমরা এমন ব্যক্তি‌কে দুদক থে‌কে সরিয়ে দেওয়ার আহবান জানাই। সেই কর্মকর্তা দুদ‌কের ভা‌লো চায় না, সরকা‌রের ভা‌লো চায় না। ষরযন্ত্রকারী এই দুদক কর্মকর্তা‌ সরকার‌কে সাংবা‌দিক‌দের সা‌থে বি‌রোধ তৈরি করার ষরয‌ন্ত্রে লিপ্ত।

‘সাংবা‌দিক‌দের সা‌থে এত বড় অন্যায় করার পর তা‌কে (দুদক প‌রিচালক ফানা‌ফিল্যা) এখনও তার অবস্থা‌নে অবস্থান কর‌তে দেন, এটা সাংবা‌দিক সমাজ মে‌নে নি‌তে পা‌রে না।’

অন‌তি‌বিল‌ম্বে সাংবা‌দিক‌দের না‌মে ইস্যুকৃত ওই চি‌ঠি প্রত্যাহা‌রের দা‌বি জা‌নি‌য়ে তি‌নি ব‌লেন, আগামী ৪৮ ঘণ্টার ম‌ধ্যে চি‌ঠি প্রত্যাহার ক‌রতে হবে। একই সা‌থে দুদকের সেই কর্মকর্তার (প‌রিচালক ফানা‌ফিল্যা) বিরু‌দ্ধে ক‌ঠোর ব্যবস্থা নি‌তে হ‌বে। এই চি‌ঠি প্রত্যাহার ক‌রে সাংবা‌দিক‌দের জানা‌বেন। অন্যথায় সাংবা‌দিক‌দের সব সংগঠন আপনা‌দের বিরু‌দ্ধে দাঁড়া‌বে।

‘সব সাংবা‌দিক সংগঠন  আসা‌দের সা‌থে সম‌র্মিতা প্রকাশ ক‌রে‌ছে। ম‌নে রাখ‌বেন, ব্যক্তির চে‌য়ে প্রতিষ্ঠান বড়, প্রতিষ্ঠা‌নের‌ চে‌য়ে রাষ্ট্র বড়। আমরা ব্যক্তির বিরু‌দ্ধে। প্রতিষ্ঠা‌নের বিরু‌দ্ধে না।’

ক্র্যাবের সাধারণ সম্পাদক দিপন দেওয়ানের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন বাংলা‌দেশ ফেডা‌রেল সাংবা‌দিক ইউ‌নিয়‌নের (বিএফইউ‌জে) সা‌বেক যুগ্ম মহাস‌চিব পুলক ঘটক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সা‌বেক সভাপ‌তি সাইফুল ইসলাম, জ্যেষ্ঠ সাংবা‌দিক গাফফার মাহমুদ, জাকা‌রিয়া কাজল প্রমুখ।

আরও পড়ুন: সাংবা‌দিক দিপুকে দেওয়া চি‌ঠির কার্যকা‌রিতা শেষ: দুদক 

এ সম্পর্কিত আরও খবর