'মাদকাসক্তি দূর করতে পরিবারকে সচেতন হতে হবে'

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-09-01 17:47:51

মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান।

তিনি বলেন, ‘সমাজ ধ্বংসের জন্য একজন মাদকাসক্ত ব্যক্তিই যথেষ্ট। মাদকাসক্তি দূর করতে হলে পরিবারকে সচেতন হতে হবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’

বুধবার (২৬ জুন) দুপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিভাগীয় কমিশনার।

দিবসটি উপলক্ষে নগরীর টাউনহলস্থ অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, র‍্যাব-১৪'র সিইও লে. কর্নেল এফতেখার উদ্দিন, আনন্দমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর নারায়ণ চন্দ্র ভৌমিক প্রমুখ।

আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন।

এ সম্পর্কিত আরও খবর