কোনো মাদক ব্যবসায়ীই ছাড় পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 18:50:43

কোনো মাদক ব্যবসায়ীকেই ছাড় দেওয়া হবে না। হয় তাকে আত্মসমর্পণ করতে হবে, না হয় তাদের কী পরিণতি হবে, তারা সেটা ভালোভাবেই জানেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (২৬ জুন) রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অবৈধ মাদক ব্যবসা, মাদক চোরাচালান আর দেশের মাটিতে করতে দেওয়া হবে না। এতে কোনো মাদক ব্যবসায়ীকেই ছাড় দেওয়া হবে না। তাকে এক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে হবে, না হয় ব্যবসা থেকে নিজেকে গুটিয়ে আনতে হবে। তা না হলে, তাদের কি পরিণতি হবে, তারা সেটা ভালোভাবে জানে।’

তিনি বলেন, ‘আমাদের দেশ মাদক উৎপাদন করে না। তবে আমরা মাদকের রুট হিসেবে পরিচিত হয়ে গেছি। কেননা আমাদের চারপাশে সীমান্ত এলাকা, আর এই সীমান্ত এলাকা দিয়েই ঢুকছে মাদক। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা করছে, এসব রুট বন্ধ করে দিতে। আর যেন কেউ এই রুট ব্যবহার করে মাদক ঢুকাতে না পারে।’

মাদকের ভয়াবহ পরিণতি সম্পর্কে তরুণ সমাজের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘টানা দু'বছর মাদকের সংস্পর্শে থাকলে হিতাহিত জ্ঞান বুদ্ধি ও সিদ্ধান্ত নেওয়ার বুদ্ধি থাকে না। আমরা আর কোনো তরুণের মাঝে ঐশির মতো মেয়ে দেখতে চাই না। তার জন্য প্রয়োজন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, মাদক নির্মূলে চাই জনগণের একাত্মতা। সামাজিক আন্দোলনই পারে সমাজ থেকে ভয়াবহ মাদককে নির্মূল করতে।’

এ সম্পর্কিত আরও খবর