একদিনে ৩০০ কর্মী ছাঁটাই করেছে পাঠাও

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 07:42:53

কোনো ধরনের নোটিশ ছাড়াই একদিনে ‘তিন শতাধিক’ কর্মীকে ছাঁটাই করেছে দেশীয় রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাও। এর মধ্যে শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তাও রয়েছেন।

মঙ্গলবার (২৫ জুন)  এসব কর্মীদের ছাঁটাই করা হয় বলে পাঠাওয়ের একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে। তবে এ বিষয়ে পাঠাও কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র জানায়, মঙ্গলবার কোনো ধরনের নোটিশ ছাড়াই ৩০০ কর্মীকে ছাঁটাই করা হয়। এদের মধ্যে এক্সিকিউটিভ অ্যাসিসটেন্ট ম্যানেজার ও কয়েকজন ডিপার্টমেন্টাল হেডও রয়েছেন বলেও জানা গেছে।

ছাঁটাই-এর বিষয়টি অস্বীকার না করে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বার্তা২৪.কম-কে বলেন, বিষয়টি নিয়ে জানতে প্রশাসন বিভাগে যোগাযোগ করুন। 

তবে এ বিষয়ে ফোনে পাঠাও-এর সিনিয়র ম্যানেজার (জনসংযোগ বিভাগ) সৈয়দা নাবিলা মাহবুব ও জনসংযোগ কর্মকর্তা নাফিসা আদিতি সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। 

জানা গেছে, যাদেরকে ছাঁটাই করা হয়েছে, তাদেরকে স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নিতে বাধ্য করা হয়েছে। অব্যাহতি নেওয়ার কারণ হিসেবে নেতৃত্বের অভাব ও অভিজ্ঞতার অভাবকে দেখানো হয়েছে।

২০১৬ সালের মাঝামাঝি সময়ে দেশে পাঠাও তাদের রাইড শেয়ারিং সেবা চালু করে।

এ সম্পর্কিত আরও খবর