চারঘাটে ৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআই’র মামলা

রাজশাহী, জাতীয়

স্টাফ করেসপন্ডেট, বার্তা২৪.কম, রাজশাহী | 2023-08-29 22:58:50

ওজনে কম দেওয়ার অভিযোগে রাজশাহীর চারঘাট উপজেলায় পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। মঙ্গলবার (২৫ জুন) বিকালে বিএসটিআই’র একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করে এ মামলা দায়ের করা হয়।

প্রতিষ্ঠানগুলো হলো- চারঘাট বাজারের মেসার্স শ্রী কৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার অ্যান্ড হোটেল, আদর্শ ফিলিং স্টেশন, চারঘাট বস্ত্র বিতান, মেসার্স বস্ত্র বিতান ও সোনার বাংলা বস্ত্র বিতান।

বিএসটিআই’র আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক ও বিভাগীয় অফিস প্রধান খাইরুল ইসলাম বার্তা২৪.কম-কে তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়।

এ সম্পর্কিত আরও খবর