আবারও আড়ং-এর প্রতারণা, ৫০ হাজার টাকা জরিমানা

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-19 16:55:47

প্রতারণার অভিযোগে মাত্র ২১ দিনের ব্যবধানে আবারও আড়ংকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (২৫ জুন) শুনানির পর আড়ংয়ের বাসাবো আউটলেটকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: প্রাণ, মিল্কভিটা ও আড়ং-এর দুধ মানহীন

কাওছার আহমেদ নামের এক ক্রেতা অভিযোগ করে বলেন, তিনি সম্প্রতি বাসাবোর আউটলেট থেকে ৮৩৬ টাকায় একটি পাঞ্জাবি কিনেছেন। সেই পাঞ্জাবি এখন ১ হাজার ২১১ টাকায় বিক্রি করছে আড়ং। প্রায় ৪০০ টাকা বাড়তি নিচ্ছে। এটা গ্রাহকের সঙ্গে প্রতারণা।

এ বিষয়ে ভোক্তা অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বার্তা২৪.কমকে বলেন, '২৪ জুন কাওছার আহমেদের অভিযোগের প্রেক্ষিতে ৮৩৬ টাকার ১টি পাঞ্জাবি সেট ১ হাজার ২১১ টাকায় বিক্রি করায় আড়ং বাসাবো আউটলেটকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।'

আরও পড়ুন: প্রাণের দুধে সাবান!

এর আগে গত ৩ জুন পাঞ্জাবির মূল্য বেশি নেওয়ায় উত্তরা আড়ংকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এছাড়া প্রতিষ্ঠানটিকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানাও করা হয়। কয়েকঘণ্টা পর অবশ্য বন্ধের নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।

গ্রাহকের অভিযোগ ছিল- গত ২৫ মে আড়ংয়ের উক্ত আউটলেটটি থেকে একটি পাঞ্জাবি ৭০০ টাকায় কিনেন। কিন্তু ৩১ মে সেই পাঞ্জাবি একই আউটলেটে ১ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়।

এ সম্পর্কিত আরও খবর