বিমসটেক আর্থ-সামাজিক উন্নয়নে সেতু হিসেবে কাজ করছে

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-23 07:09:41

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর উন্নয়নে বিমসটেক সেতুবন্ধন হিসেবে কাজ করছে। এই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে, মানুষে মানুষে যোগাযোগ বৃদ্ধিতে বিমসটেক গুরুত্বপূর্ণে ভুমিকা পালন করতে পারে।

মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যায় গুলশানে বিমসটেকের সচিবালয়ে ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক সংবর্ধনা ও নৈশভোজে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময় স্বপন দেখতেন প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজা রাখার। তাঁর সেই আদর্শকে লক্ষ্য রেখে শেখ হাসিনা এ অঞ্চলের উন্নয়নে ভুমিকা রাখতে সচেষ্ট রয়েছেন।

সংবর্ধনা ও নৈশভোজে বিমসটেকের মহাসচিব শহিদুল ইসলামসহ সদস্য দেশগুলোর কূটনীতিক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ঘোষণাপত্র গ্রহণের মাধ্যমে বিমসটেকের (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল এ্যান্ড ইকোনমিক্যাল কোপারেশন) যাত্রা শুরু হয়। প্রতি বছর ৬ জুন বিমসটেক দিবস পালন করা হয়। এ বছর এ অঞ্চলে একইসময় ঈদের দীর্ঘ ছুটির কারণে আজ ২৫ জুন বিমসটেক দিবস পালিত হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর