দেশের ক্ষতি করাই জ‌ঙ্গি‌দের মূল উদ্দেশ্য: ম‌নিরুল ইসলাম

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 14:54:33

ঢাকা মে‌ট্রোপ‌লিটন পু‌লিশের (ডিএম‌পি) অতিরিক্ত ক‌মিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান ম‌নিরুল ইসলাম ব‌লে‌ছেন, জ‌ঙ্গিবাদ যারা ক‌রে তা‌দের উদ্দেশ্য হ‌চ্ছে নাশকতা ক‌রে কিভা‌বে দে‌শকে ক্ষতিগ্রস্ত করা যায়। জ‌ঙ্গিরা আস‌লে সেটাই চায়। শিক্ষা, স‌চেতনতা, কর্তব্যবো‌ধের মাধ্য‌মে জ‌ঙ্গিবাদ রু‌খে দি‌তে হ‌বে।’

সোমবার (২৪ জুন) রাজধানীর এক‌টি হো‌টেলে স্থানীয় জনপ্র‌তি‌নিধি‌দের নি‌য়ে ‘উগ্রবাদ প্র‌তি‌রোধে জনপ্র‌তি‌নিধি‌দের করণীয়’ শীর্ষক সে‌মিনা‌রে সভাপ‌তির বক্ত‌ব্যে এসব কথা ব‌লেন তি‌নি।

‌তি‌নি ব‌লেন, ‘হ‌লি আর্টিজেন-এ হামলার প‌রে বাংলা‌দে‌শের উন্নয়ন ও অর্থনীতির চাকা আস‌লে থেমে গি‌য়ে‌ছিল। অনেক দূতাবাসের হাইকমিশনাররা স‌ন্দেহ ক‌রে‌ছিল, আমা‌দের ক্যাপা‌সি‌টি দি‌য়ে আমরা জ‌ঙ্গিদমন কর‌তে পার‌ব কি না। কিন্তু আমরা প্রধানমন্ত্রীর একান্ত আন্ত‌রিকতা ও জ‌ঙ্গিদম‌নে জি‌রো টলা‌রেন্স প‌লে‌সির কার‌ণে জ‌ঙ্গি‌দের উদ্দেশ্য বাস্তবায়ন কর‌তে দেইনি। জ‌ঙ্গিবাদ একটা মতাদ‌র্শিক বিষয়। এটা সহ‌জে দমন করা যায় না। এটার জন্য সময় লাগ‌বে। আমা‌দের জ‌ঙ্গিবাদ দম‌নের এ কাজটা শুরু কর‌তে হ‌বে প‌রিবার থে‌কে। জুমার নামা‌জের আগে মস‌জি‌দের ইমাম য‌দি জ‌ঙ্গিবাদ আর উগ্রতা নি‌য়ে কথা ব‌লেন তাহ‌লে হয়‌তো সহ‌জে সবাইকে বোঝানো যা‌বে।

ম‌নিরুল ইসলাম ব‌লেন, ‘২০০৪ সা‌লে যে সময় সরাস‌রি মদ‌দে জ‌ঙ্গিবাদের উত্থান হ‌য়ে‌ছে, সেই রাজশাহীর বাঘমারা থানায়ও আমা‌দের কার্যক্রম ক‌রে এসেছি। প্রধানমন্ত্রীর দেওয়া ২১০০ সা‌লের ডেলটা প্লান বাস্তবায়ন কর‌তে জ‌ঙ্গিবাদ, মৌলবাদ রু‌খে দেওয়ার বিকল্প নাই।’

তি‌নি ব‌লেন, ‘ছয় হাজার মাইল দূ‌রের কোনো দ্বা‌য়িত্ব মুসলমান হি‌সে‌বে আমার ওপর বর্তায় না। মুসলমান হিসেবে আমার প্রথম দায়িত্ব আমার গ্রাম, আমার সমাজ, আমার রাষ্ট্র। ইসলামি ছাত্র‌শি‌বির একসময় ক্লা‌সের মেধাবী‌দের টা‌র্গেট কর‌তো। জ‌ঙ্গিরাও সেভা‌বে মেধাবী‌দের টা‌র্গেট ক‌রে তা‌দের দি‌কে নি‌তে চায়। কিন্তু যে প্রাণ খু‌লে জাতীয় সংগীত গাইবে সে সহজে জ‌ঙ্গিবা‌দের সঙ্গে জড়া‌বে না।’

অনুষ্ঠা‌নে প্রধান অতিথি হি‌সে‌বে বক্তব্য রা‌খেন ঢাকা উত্তর সি‌টি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এছাড়া বি‌শেষ অতিথি হি‌সে‌বে বক্তব্য রা‌খেন ঢাকা মে‌ট্রোপ‌লিটন পু‌লিশ (ডিএম‌পি) ক‌মিশনার আছাদুজ্জামান মিয়া, স্বাগত বক্তব্য রা‌খেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (স্পেশাল এ্যাকশন গ্রুপ) প্রলয় কুমার জোয়ারদার।

এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন ডিএমপি’র গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) এস এম মোস্তাক আহমেদ খান ছাড়াও ঢাকা উত্ত‌র সি‌টি কর‌পো‌রেশ‌নের বি‌ভিন্ন ওয়ার্ডের কাউন্সিলার।

এ সম্পর্কিত আরও খবর