প্রধানমন্ত্রী জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রেখেছেন: আতিকুল

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-11 02:42:58

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদের কবল থেকে দেশকে নিয়ন্ত্রণে রেখেছেন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটিকরপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেছেন, ‘আমরা ব্যবসায়ীরা বলতে পারব, হলি আর্টিজানের পর দেশের ব্যবসার অবস্থা খারাপ হয়েছিল। আন্তর্জাতিকভাবে বিদেশি বিনিয়োগকারীরা তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছিল। বিদেশি ব্যবসায়ীরা বলেছিলেন, আপনাদের দেশে ব্যবসার জন্য ক্যাপাবল নয়। আমরা বলেছি, আমরা ক্যাপাবল। আমাদের প্রধানমন্ত্রী তার ক্যাপাবিলিটি ও ক্যাপাসিটি দিয়ে পুলিশের মাধ্যমে দেশেকে নিয়ন্ত্রণে রেখেছেন।’

সোমবার (২৪ জুন) রাজধানীর একটি হোটেলে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে ‘উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, জঙ্গিরা দাওয়াতের মাধ্যমে ছেলে মেয়েদের ব্রেন ওয়াশ করতো। তাদের জঙ্গিনামক ছোবল থেকে বাঁচানোর জন্য খেলাধুলার বিকল্প নাই। খেলার মাঠের বিকল্প নাই। আমরা ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে ২৪টি সময় উপযোগী খেলার মাঠ করার জন্য কাজ শুরু করেছি। এসব খেলার মাঠকে লাইটিং করে রাতেও খেলার উপযোগী করে তোলা হবে। আর এলাকার মায়েদের কাছে এসব খেলার মাঠকে নির্ভরশীল করে তুলতে হবে, যেন মায়েরা সন্তানদের পাঠিয়ে নিশ্চিন্তে থাকে। তারা যেন বুঝতে পারে এসব খেলার মাঠে সমাজ বিরোধী বা মাদকের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘ঢাকাকে সেফ সিটি করতে হবে, তাহলে আন্তর্জাতিক ব্যবসায়ীরা এদেশে আসবে। এজন্য সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। স্কুল, কলেজ, মাদরাসা থেকে শুরু করে বিভিন্ন বস্তিতেও সচেতনতামূলক প্রচারণা করতে হবে। সবার মাঝে সচেতনতা বাড়াতে হবে।’

ডিএমপি অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলামের সভাপতিত্বে সেমিমনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। স্বাগত বক্তব্য দেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (স্পেশাল অ্যাকশন গ্রুপ) প্রলয় কুমার জোয়ারদার।
এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) এস এম মোস্তাক আহমেদ খান।

এ সম্পর্কিত আরও খবর