নোয়াখালীতে ‘বন্দুকযুদ্ধে’ তালিকাভুক্ত শীর্ষ জলদস্যু নিহত

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 15:46:53

নোয়াখালীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ জলদস্যু মো. ফকির (৩৮) র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই র‍্যাব সদস্য।

রোববার (২৩ জুন) দিনগত রাত সাড়ে ৩টার দিকে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বর ইউনিয়নে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

সকালে বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়ার উপ-পরিচালক মেজর রইসুল ইসলাম মনি।

তিনি বলেন, তালিকাভুক্ত জলদস্যু ফকিরকে ধরতে র‍্যাবের একটি দল রাতে তার বাড়িতে অভিযান চালায়। টের পেয়ে তিনি র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ফকির মারা যান।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও দু’টি গুলি জব্দ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর