নাগরিক তথ্য সংগ্রহের সময় ২ দিন বাড়ল

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 11:19:51

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ঘোষিত সপ্তাহব্যাপী নাগরিক তথ্য সংগ্রহ কর্মসূচির সময় আরও দুই দিন বাড়ানো হয়েছে।

শুক্রবার (২১ জুন) রাতে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

মাসুদুর রহমান বলেন, ‘নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহে নগরবাসীর স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া গেছে। এজন্যই ডিএমপি কমিশনারের নির্দেশে দুই দিন সময় বাড়ানো হয়েছে। এ কর্মসূচির আওতায় ডিএমপির ৫০টি থানার ৩০২টি বিটে পুলিশ কর্মকর্তারা নাগরিকদের তথ্য সংগ্রহ কার্যক্রম চালাচ্ছেন।’

উল্লেখ, জঙ্গি হামলাসহ রাজধানীতে যেকোনো অপরাধ ঠেকাতে ও নাগরিকদের বিষয়ে নিজেস্ব তথ্য ভাণ্ডার বাড়াতে ডিএমপি কমিশনার গত ১৫ জুন নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহের উদ্বোধন করেন। যা শুক্রবার (২১ জুন) শেষ হওয়ার কথা ছিল। কিন্তু দুই দিন সময় বাড়ানোর ফলে রোববার (২৩ জুন) পর্যন্ত এ কার্যক্রম চলবে।

এ সম্পর্কিত আরও খবর