দুর্গাপুরে ঘুষ না পেয়ে পা ভেঙে দেওয়া এএসআই বরখাস্ত

রাজশাহী, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী | 2023-08-07 06:32:17

রাজশাহীর দুর্গাপুর থানায় ঘুষ না পেয়ে ছেলের সামনেই বাবাকে পিটিয়ে পা ভেঙে দেয়ার ঘটনায় সেই সহকারী উপ-পরিদর্শক হাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুঠিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ শুক্রবার (২১ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বার্তা২৪.কম-কে জানান, গত ১০ জুন সন্ধ্যায় দুর্গাপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে আসাদুল ইসলামকে আটক করে এএসআই হাফিজুর রহমান। পরে আসাদুলকে ছেড়ে দেওয়া হবে মর্মে-উপজেলার অনন্তকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যান হাফিজুর রহমান।

অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ আরও জানান, তবে সেখানে ছেলে আসাদুলকে মুক্তি দেওয়ার জন্য বাবা সাইদুল ইসলামের কাছে হাফিজুর রহমান ২০ হাজার টাকা ঘুষ দাবি করে এবং তা না পেয়ে তাকে পিটিয়ে পা ভেঙে দেয় বলে অভিযোগ ওঠে। ঘটনাটি জানাজানি পুলিশ সুপার কার্যালয় থেকে তদন্ত করা হয়।

প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় তাকে পুলিশ সদর দফতরের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার (২০ জুন) সাময়িক বরখাস্ত করা হয় বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এ সম্পর্কিত আরও খবর