রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আসবে আরও ১৫ জেলা :রেলমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 06:40:07

রেল সেবাকে সম্প্রসারিত করতে আরো ১৫ জেলাকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

শুক্রবার (২১ জুন) দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত সেমিনারে এ কথা জানান রেলমন্ত্রী।

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, বর্তমানে বাংলাদেশ ৪৪ টি জেলায় রেলপথ রয়েছে এবং নিয়মিত ট্রেন চলাচল করে। রেলের নেটওয়ার্ক বাড়াতে আমরা আরও ১৫ টি জেলাকে রেলওয়ে নেটওয়ার্কে আনার ব্যবস্থা নিচ্ছি।

তিনি আরও বলেন, যমুনা সেতুর ওপর এখন এক লাইনে রেল চলাচল করছে। আমরা সম্পন্ন ভিন্ন আরও একটি রেল সেতু বানাতে চাই। ডুয়েল গেজ বিশিষ্ট ডাবল রেল লাইনের এ সেতুর নির্মাণে সব সমীক্ষা শেষ হয়েছে। জাপানি অর্থায়নে এটির নির্মাণ কাজ শেষ হবে, এছাড়াও ঢাকা-চট্টগ্রাম রুটে ৩০০ কিলোমিটার হাইস্পিড ট্রেন চালানোর জন্য এরইমধ্যে সমীক্ষা চলছে।

রেলখাতে সরকারের মেগা প্রজেক্ট সম্পর্কে মন্ত্রী বলেন, সরকারের এখন রেল নিয়ে বর্তমানে দুটি মেগা প্রজেক্ট চলমান রয়েছে, তা হলো ১৭২ কিলোমিটার পদ্মা সেতুর উপর রেল সেতু । আরেকটি হলো চিটাগাং থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত রেলা লাইন। এছাড়াও বন্দর এলাকা গুলোকে রেলের আওতায় আনা হবে সেক্ষেত্রে চিটাগাং ,মংলা এবং পায়রা বন্দরকেও রেললাইনের আওতায় আনা হবে।

নূরুল ইসলাম সুজন বলেন, বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি শান্তিপ্রিয় দেশ। এখানে সকল ধর্মের মানুষ সমান সুযোগ-সুবিধা পায়। ধর্ম যার যার উৎসব সবার।

আয়োজক সংগঠনের সভাপতি রিঙ্কু কুমার বড়ুয়ার সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন ,বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনোইট প্রেফনটেইন, ভিয়েতনামের হাইকমিশনার ত্রাণ ভান খোয়া, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি রানা দাশ গুপ্ত ।

এ সম্পর্কিত আরও খবর