জাপান-বাংলা‌দে‌শের সম্পর্ক আরও ভা‌লো হ‌বে: জাপানি রাষ্ট্রদূত

ঢাকা, জাতীয়

স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 22:27:11

বাংলা‌দে‌শের প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার সাম্প্রতিক জাপান সফরের কথা উল্লেখ ক‌রে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হি‌রোইয়াসু ইজুমি ব‌লে‌ছেন, ‘জাপান ও বাংলা‌দে‌শের মধ্যকার সম্পর্ক আরো ভা‌লো হ‌বে।’

বুধবার (১৯ জুন) রা‌তে রাজধানীর হো‌টেল ইন্টারক‌ন্টি‌নেন্টা‌লে এসিআই ও ইয়ানমামের যৌথ আ‌য়োজ‌নে ইয়ানমার এগ্রো‌টেক বাংলা‌দে‌শের আনুষ্ঠা‌নিক উদ্বোধন অনুষ্ঠা‌নে ইং‌রেজিতে লি‌খিত বক্তব্য দেওয়ার পর বাংলা ভাষায় এ কথা ব‌লেন তি‌নি।

তি‌নি ব‌লেন, ‘বাংলা‌দে‌শ উন্নয়নশীল দে‌শের কাতা‌রে চ‌লে এসেছে। কিন্তু নি‌জে‌দের স্বয়ংসম্পূর্ণ করার মত সু‌যোগ সু‌বিধারও কিছু সীমাবদ্ধতা র‌য়ে‌ছে দেশটির।’

বাংলা‌দে‌শের সঙ্গে জাপা‌নের ধারাবা‌হিক সুসম্পর্কে নানা উদাহরণ তু‌লে ধরে তি‌নি ব‌লেন, ‘বাংলা‌দে‌শের বন্ধু দেশ হি‌সে‌বে জাপান সব ধর‌নের টেক‌নোলজি এদে‌শের সঙ্গে শেয়ার কর‌তে প্রস্তুত। আমি আশা ক‌রি, জাপান ও বাংলা‌দে‌শের সম্পর্ক আরো ভা‌লো হ‌বে।’

অনুষ্ঠা‌নে প্রধান অতিথি হি‌সে‌বে বক্তব্য রা‌খেন কৃ‌ষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। বি‌শেষ অতিথি হি‌সে‌বে বক্তব্য রা‌খেন কৃ‌ষি মন্ত্রণালয়ের স‌চিব না‌সিরুজ্জামান ও ইয়ানমার এগ্রি‌বিজ‌নেসের প্রে‌সি‌ডেন্ট হি‌রোআ‌কি কিতাওকা। এসময় এসিআই লি‌মি‌টেডের চেয়ারম্যান এম. আনিস উদ দৌলা, এসিআই লি‌মি‌টে‌ডের ব্যবস্থাপনা প‌রিচালক ড. ফা হ আনসারী ও নির্বাহী প‌রিচালক সুব্রত রঞ্জন দাস উপ‌স্থিত ছি‌লেন।

এ সম্পর্কিত আরও খবর