রাজধানীতে ভুয়া ম্যাজিস্ট্রেটের ৬ মাসের কারাদণ্ড

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 03:37:41

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সেজে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার হুমকি দিয়ে অর্থ দাবি করায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ওই ব্যক্তির নাম মোহাম্মদ বিন জহির সুমন ভূঁইয়া।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন। মঙ্গলবার (১৮ জুন) বেলা ৩টার দিকে রাজধানীর গুলশান এভিনিউর একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিএনসিসি সূত্রে জানা গেছে, মোহাম্মদ বিন জহির সুমন ভুইয়া নিজেকে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার পরিচয় দিয়ে রেস্টুরেন্ট ম্যানেজারের কাছে ১০ হাজার টাকা দাবি করেন। রেস্টুরেন্ট ম্যানেজারের সন্দেহ হলে তিনি কৌশলে মোহাম্মদ বিন জহির সুমন ভূঁইয়াকে আটকে রাখেন এবং ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারকে জানান।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের বলেন, 'অভিযুক্ত মোহাম্মদ বিন জহির সুমন ভূঁইয়া স্বীকার করেন যে, তিনি প্রায় এক বছর ধরে ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে প্রতারণা করে আসছিলেন। তার কাছে থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি দামি স্মার্টফোন ও একটি মানিব্যাগে ১১ হাজার টাকা জব্দ করা হয়। ভুয়া পরিচয় ও প্রতারণা করার অপরাধে দণ্ডবিধির ১৭১ ধারা অনুযায়ী মোহাম্মদ বিন জহির সুমন ভূঁইয়াকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।'

এ সম্পর্কিত আরও খবর