মন্ত্রিসভা পুনর্গঠনের তথ্য নেই: মন্ত্রিপরিষদ সচিব

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, ঢাকা | 2023-08-24 06:27:31

মন্ত্রিসভা পুনর্গঠনের তথ্য নেই বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তিনি বলেন, মন্ত্রিপরিষদ পুনর্গঠন বা বর্ধিত হওয়ার বিষয়টি এখনও আমার পর্যন্ত আসেনি।

সোমবার (১৭ জুন) সচিবালয়ে মন্ত্রিসভার আকার বাড়ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মোহাম্মদ শফিউল আলম বলেন, মন্ত্রিপরিষদের আকার বাড়লে তো আমি আপনাদের জানাব। আপনারাও জানবেন।

মন্ত্রিসভার আকার বাড়ছে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হলে সাংবাদিকরা তার কাছে এ বিষয়ে জানতে চান।

এ সময় মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাংলাদেশ জাতিসংঘের অর্থনৈতিক কাউন্সিল ও সামাজিক কাউন্সিল- ইকোসকের ৩ বছরের জন্য সদস্য নির্বাচিত হওয়ায় মন্ত্রিসভা অভিনন্দন জানায়। জাতিসংঘের এ নির্বাচনে মোট ১৯১ ভোটের মধ্যে বাংলাদেশ ১৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। 

এর আগে গেল ১৯ মে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বারকে একই মন্ত্রণালয়ের অধীন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী করা হয়।

এ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী করা হয়েছে তাজুল ইসলামকে।

একই মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে স্বপন ভট্টাচার্যকে।

 

এ সম্পর্কিত আরও খবর