'অর্থনীতিতে মধ্যপ্রাচ্যের অনেক দেশ থেকে বাংলাদেশ এগিয়ে'

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2023-08-14 09:55:48

পৃথিবীর অন্যান্য অনেক দেশের তুলনায় বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির মাত্রা ভালো বলে জানালেন ভারতীয় হাইকমিশনার এইচ ই এমএস রিভা গাঙ্গুলী দাস।

তিনি বলেছেন, 'গত কয়েক বছর ধরে ব্যবসা-বাণিজ্যসহ অধিকাংশ ক্ষেত্রে সূচকের ধারাবাহিক উন্নতি করেছে বাংলাদেশ। বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের মধ্যপ্রাচ্যর অনেক দেশের চেয়ে এগিয়ে।'

সোমবার (১৭ জুন) দুপুরে চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভার শুরুতে সূচনা বক্তব্যে এসব কথা বলেন।

রিভা গাঙ্গুলী বলেন, 'আমাদের দেশের প্রধানমন্ত্রী সবসময় বাংলাদেশের সাথে সুসম্পর্কের কথা স্বীকার করেন। বর্তমানে এ সম্পর্ক সোনালি সময় পার করছে। পৃথিবীর অনেক দেশের চেয়ে বাংলাদেশ-ভারতের ব্যবসা বাণিজ্যের প্রসার করেছে। টাটা, সুজুকিসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এখানে (বাংলাদেশে) ব্যবসা করছে। এ সম্পর্ক ভবিষ্যতে আরও সমৃদ্ধি হবে।'

মতবিনিময় সভার শুরুতে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড চেম্বারের সভাপতি মাহবুবুল আলম শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি মীরসরাই ইকোনমিক জোনে ভারতের ব্যবসায়ীদের সহায়তা ও ব্যবসা বাণিজ্যে আরও বিনিয়োগের আহ্বান জানান।

এ প্রসঙ্গে চট্টগ্রাম বন্দরের গুরুত্ব তুলে ধরে হাইকমিশনার বলেন, 'ঐতিহ্য, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ অপরিসীম। বিট্রিশবিরোধী আন্দোলন মাস্টার দা সূর্যসেন এগিয়ে নিয়েছিলেন। অনেকগুলো ইকোনমি জোন হচ্ছে। এর মধ্যে দিয়ে এখানে কাজ করার পথ আরও প্রশস্ত হলো।'

সভায় ভারতের সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জি, চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার এম ফখরুল আলম, চেম্বারের পরিচালক একেএম আকতার হোসেন, সৈয়দ ছগীর আহমদ, অহিদ সিরাজ চৌধুরী স্বপন, চট্টগ্রাম ক্লাবের সাবেক সভাপতি আবু তৈয়ব, আলী হোসেন আকবর আলী, চট্টগ্রাম উইম্যান চেম্বারের সহ-সভাপতি ড. মুনাল মাহবুবসহ ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বিভিন্ন প্রতিনিধি দল হাইকমিশনারকে চিকিৎসা ভিসার জটিলতা ও ব্যবসা বাণিজ্যের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সভা শেষে হাইকমিশনার এক্ষেত্রে ভিসা জটিলতা নিরসনের আশ্বাস দেন।

এ সম্পর্কিত আরও খবর