সাভারে সেপটিক ট্যাংকে পড়ে নিহত ২

ঢাকা, জাতীয়

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার | 2023-08-28 17:42:15

সাভারের মজিদপুরে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে পড়ে দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যা ৭টার দিকে সেপটিক ট্যাংক থেকে তাদের মরদেহ উদ্ধার করে সাভার ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।

নিহতরা হলেন- সাভারের ছায়াবিথি এলাকার বাসিন্দা খোকন (৫৫) এবং আশুলিয়ার কুটুরিয়া এলাকার বাসিন্দা সোহেল (৪৫)। তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

জানা গেছে, দুপুরে সাভারের মজিদপুর এলাকায় স্থানীয় আলমগীরের নির্মাণাধীন সেফটিক ট্যাংকের সেন্টারিংয়ের বাঁশ তুলতে নামে এক শ্রমিক। দীর্ঘ সময়েও তিনি ফিরে না আসলে অপর এক শ্রমিক তাকে দেখার জন্য সেফটিক ট্যাংকের ভেতরে নামে। এ সময় অক্সিজেন স্বল্পতায় তাদের দুই জনেরই মৃত্যু হয়। তাদের সঙ্গে আরও কয়েকজন কাজ করছিলেন। তারা মৃত্যুর বিষয়টি বুঝতে পেরে ভয়ে পালিয়ে যায়।

নির্মাণাধীন ওই ভবনের মালিক আলমগীর শ্রমিকদের অনুপস্থিতি দেখে বিকেলে সেখানে লোক পাঠান। পরে তারা সেফটিক ট্যাংকের মুখ দিয়ে নীল শার্ট পরা একজনকে পরে থাকতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। এরপর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিটন আহমেদ বার্তা২৪.কমকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ সম্পর্কিত আরও খবর