সেই রিকশা চালক রফিকুলের পদযাত্রা শুরু

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-31 16:52:12

জনপ্রিয় মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল বার্তা২৪.কম-এ সংবাদ প্রকাশের পর দেশের বিভিন্নস্থানে বঙ্গবন্ধুর ছবি অঙ্কন করতে পদযাত্রা শুরু করেছেন রিকশা চালক রফিকুল ইসলাম। তিনি পায়ে হেঁটে দেশের ১১ জেলার ২৬টি স্থানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অঙ্কন করবেন। পাশাপাশি ফুলে ফুলে দেশ সাজানোর স্লোগান ছড়িয়ে দিতে তিনি পরিবেশ বান্ধব কৃষ্ণচূড়ার চারা রোপণ করবেন।

বৃহস্পতিবার (১৩ জুন) সকাল সাড়ে ৮টায় ঊনষাট বছর বয়সী এই রিকশা চালক তার নিজ এলাকা তাজহাট বাবুপাড়া বটতলা থেকে আনুষ্ঠানিকভাবে পদযাত্রা শুরু করেন। পায়ে হেঁটে তিনি কাচারী বাজার চত্বরে এসে জেলা প্রশাসক এনামুল হাবীবের সঙ্গে সাক্ষাত করেন।



এর আগে সকালে রফিকুলের বাবা মোহাম্মদ আলীসহ পরিবারের সদস্যরা এবং স্থানীয় এলাকাবাসী ব্যতিক্রমী এ পদযাত্রার জন্য তাকে অভিভাদন জানান।

গত ৬ এপ্রিল বার্তা২৪.কম-এ ‘রিকশা চালক রফিকুলের নতুন যুদ্ধ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদটি জেলা প্রশাসক এনামুল হাবীবের নজর কাড়ে। তিনি রিকশা চালক রফিকুল ইসলামকে ডেকে নিয়ে পদযাত্রার অনুমতি দেন। আনুষ্ঠানিকভাবে বুহস্পতিবার সকালে রফিকুল ইসলাম এ পদযাত্রা শুরু করলেন।

বঙ্গবন্ধুপ্রেমী রিকশা চালক রফিকুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, ‘আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল পায়ে হেঁটে গিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করব। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করব। আপনারা আমাকে নিয়ে সংবাদ প্রকাশ করার পর জেলা প্রশাসক আমাকে সেই সুযোগ করে দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আমি পদযাত্রার সময় গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, মুন্সিগঞ্জ ও ঢাকা জেলার ২৬টি স্থানে বঙ্গবন্ধুর ছবি অঙ্কন করার পাশাপাশি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করব। এ বছরের ৪ আগস্ট আমার পদযাত্রার কর্মসূচি সম্পন্ন হবে।’

এদিকে এই রিকশা চালকের পদযাত্রার ব্যাপারে জেলা প্রশাসক এনামুল হাবীব বার্তা২৪কমকে বলেন, ‘আমার বিশ্বাস রফিকুলের এ ধরনের পদযাত্রা নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দিতে উদ্বুদ্ধ করবে। তিনি বঙ্গবন্ধুর যে ছবি অঙ্কন করবেন তা এ প্রজন্মকে দেশপ্রেমে অনুপ্রাণিত করবে। আমি তার পদযাত্রার সফলতা কামনা করছি।’

এ সম্পর্কিত আরও খবর