ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ তেজগাঁও

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 20:06:04

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মে মাসের শ্রেষ্ঠ অপরাধ বিভাগ নির্বাচিত হয়েছে তেজগাঁও বিভাগ।

মঙ্গলবার (১১ জুন) দুপুরে ডিএমপি হেডকোয়ার্টার্সে মে মাসের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ নাম ঘোষণাসহ নগদ অর্থ পুরস্কার হিসেবে তুলে দেন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।

তিনি ঘোষণা করেন, গত মে মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শ্রেষ্ঠ অপরাধ বিভাগ হয়েছে তেজগাঁও বিভাগ। এ সময় তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকারের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

পাশাপাশি মে মাসের শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার এসএম শামীম (সহকারী পুলিশ কমিশনার, পল্লবী জোন), শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) মো. জামাল উদ্দিন মীর (অফিসার ইনচার্জ, কদমতলী থানা), শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাজু মিঞা, (পুলিশ পরিদর্শক, তদন্ত, কদমতলী থানা), শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (অপারেশনস) আয়ান মাহমুদ (পুলিশ পরিদর্শক, অপারেশনস, যাত্রাবাড়ী থানা), শ্রেষ্ঠ এসআই যৌথভাবে এসআই মো. তৌকিক হোসেন (হাতিরঝিল থানা) ও এসআই অনিল চন্দ্র সরকার (কোতয়ালী থানা), শ্রেষ্ঠ এএসআই যৌথভাবে এএসআই এমএ রিয়াজ (পল্লবী থানা) ও এএসআই মো. হেলাল উদ্দিন (মতিঝিল থানা), শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এএসআই এমএ রিয়াজ (পল্লবী থানা), শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার তপন চন্দ্র সাহা (অফিসার ইনচার্জ, উত্তরা-পশ্চিম থানা), শ্রেষ্ঠ বিস্ফোরক উদ্ধারকারী অফিসার এসআই অনিল চন্দ্র সরকার, (কোতয়ালী থানা), শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার মো. জামাল উদ্দিন মীর (অফিসার ইনচার্জ, কদমতলী থানা) ও শ্রেষ্ঠ চোরাই গাড়ি উদ্ধারকারী অফিসার এসআই অমল কৃষ্ণদে শাহবাগ থানার নাম ঘোষণা ও পুরষ্কার তুলে দেন ডিএমপি কমিশনার।

এ সম্পর্কিত আরও খবর