ঢাকায় ২ বেডরুমের ফ্ল্যাটের ভাড়া বেড়েছে ৭ হাজার টাকা!

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 14:15:39

ঢাকায় দুই বেডরুমের একটি ফ্ল্যাটের ভাড়া ২০১৮ সালে ছিল ৩৩৯ আমেরিকান ডলার বা ২৮ হাজার ৮১৫ টাকা। যা এক বছরে বেড়ে দাঁড়িয়েছে ৩৫ হাজার ৭৮৫ টাকা। এক বছরে প্রায় সাত হাজার টাকা বাসা ভাড়া বেড়েছে দুই বেডরুমের একেকটি ফ্ল্যাটের।

বিশ্বের প্রায় ৪০টি দেশের ৫৬টি শহরের ওপর জরিপ চালিয়ে এই ফল প্রকাশ করেছে ডয়েচে ব্যাংক। বিশ্ব প্রেক্ষিতে শহরগুলোতে পণ্যের মূল্য, জীবনমানের উন্নয়ন এবং মানুষের আয়ের ওপর ভিত্তি করে এই জরিপ প্রকাশ করা হয়। বৈশ্বিক অর্থনৈতিক বাজারের সঙ্গে সম্পৃক্ত থাকায় এবার প্রথম বারের মতো বাংলাদেশের রাজধানী ঢাকাকে ডয়েচে ব্যাংকের অষ্টম থেমাটিক জরিপে অন্তর্ভূক্ত করা হয়। মূলত ইন্টারনেট এবং ডয়েচে ব্যাংকের নিজস্ব তথ্য নিয়ে এই জরিপ করা হয়।

তবে এই এক বছরে এই শহরে মানুষের আয় বেড়েছে প্রায় পাঁচ হাজার টাকা। ২০১৮ সালে যেখানে আয় ছিল ৩১৭ ডলার, এক বছরে বেড়ে দাঁড়িয়েছে ৩৭৫ ডলার।

দক্ষিণ এশিয়ার শহরগুলোর মধ্যে শুধু ভারতের নয়াদিল্লি, বেঙ্গালুরু এবং বাংলাদেশের ঢাকাকে এই জরিপে অন্তর্ভূক্ত করা হয়েছে। জরিপে ৫৫টি শহরের মধ্যে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স, তুরস্কের ইস্তাম্বুল, ভারতের নয়াদিল্লি ও বেঙ্গালুরু এবং মিশরের কায়রোতে দুই বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাটের ভাড়া আরো কম বলে জানানো হয়েছে।

ঢাকায় ২০১৪ সালে এমন একটি ফ্ল্যাটের বাসার ভাড়া ছিল ২৭৪ ডলার। একই সময়ে একই আকারের বাসার মূল্য বুয়েন্স আয়ার্সে ছিল ৬৩৬ ডলার এবং দিল্লিতে ৩০১ ডলার। পাঁচ বছরের ব্যবধানে ঢাকায় দুই বেডরুমের ফ্ল্যাটের ভাড়া বেড়ে দাঁড়িয়েছে ৪২১ ডলার। এই সময়ে বুয়েন্স আয়ার্সের ভাড়া কমে এসেছে ৩৯৭ ডলারে এবং দিল্লির ভাড়া ৬২ ডলার বেড়ে হয়েছে ৩৬৩ ডলার।

দুই বেডরুমের একটি ফ্ল্যাটের জন্য সবচেয়ে বেশি খরচ করতে হয় হংকং শহরে। যা তিন হাজার ৬৮৫ ডলার। এছাড়া আমেরিকার সানফ্রান্সিসকোতে তিন হাজার ৬৩১ ডলার এবং নিউইয়র্ক সিটিতে দুই হাজার ৯০৯ ডলার, সুইজারল্যান্ডের জুরিখে দুই হাজার ৫৩৮ ডলার এবং ফ্রান্সের প্যারিসে দুই হাজার ৪৫৫ ডলার খরচ করতে হয়। বেশি ভাড়ার দিক থেকে মোট ৫৬টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ৫০তম।

এ সম্পর্কিত আরও খবর