এক মাসের মধ্যে নীতিমালার আওতায় উবার-পাঠাও

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 09:01:57

আগামী এক মাসের মধ্যে উবার-পাঠাওসহ সকল রাইড শেয়ারিংকে নীতিমালার মধ্যে আনা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘খুব শিগগিরই এ সংক্রান্ত নীতিমালা অনুমোদন পাবে। বিষয়টি নিয়ে কাজ চলছে। মাসখানের মধ্যে হবে বলে আশা করছি।

সোমবার (১০ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘পাঠাও-উবারের মতো ২২টি রাইড শেয়ারিং রয়েছে। এটা পরিবহনে সঙ্কট অনেটাই দূর করেছে। তাদের বিরুদ্ধে তেমন অভিযোগ নেই। কিছু কিছু অভিযোগ রয়েছে, সেগুলো থাকবেই। বিআরটিএ নীতিমালার বিষয়টি মনিটরিং করছে।’

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘সিএনজি ভাড়া নিয়ে যে অভিযোগ ছিল, রাইড শেয়ারিং সার্ভিসের ভাড়া নিয়ে তেমন অভিযোগ নেই। আমি বিআরটিএকে বলেছি বিষয়গুলো মনিটরিং করতে।’

উবার-পাঠাওয়ের বিরুদ্ধে অভিযোগ থাকলে গণমাধ্যমে বিষয়গুলো তুলে ধরার অনুরোধ জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর