দুর্ঘটনা কম, মৃত্যু বেশি: ওবায়দুল কাদের

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-17 21:37:49

সড়কে দুর্ঘটনার তুলনায় মৃত্যুর হার বেশি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, গতবারের তুলনায় দুর্ঘটনা কম কিন্তু মৃত্যুর সংখ্যা বেশি। মূলত ইজিবাইক-সিএনজির কারণেই দুর্ঘটনা বেশি হয়। আর এসব দুর্ঘটনায় গাড়িতে থাকা সবাই মারা যায়। উল্টো পথে ড্রাইভিং ও রাস্তার পাশে যানবাহন রাখায় দুর্ঘটনা ও দুর্ভোগ হয়।

সোমবার (১০ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সড়ক পরিবহন মন্ত্রী।

তিনি বলেন, হাইওয়েতে ইজিবাইক-সিএনজি বন্ধ করতে হলে আমাদের বিকল্প পথে যেতে হবে। কারণ যারা এসব যানবাহন চালান তারা গরিব মানুষ। আর যারা সেইসব গাড়িতে চলাচল করেন তারা বাধ্য হয়েই করেন। ওই সব স্থানে যানবাহন সঙ্কটের কারণে সেইসব যানবাহনেই চলাচল করতে হয়। আমরা এগুলো নিয়ন্ত্রণের চেষ্টা করছি। হাইওয়েতে এসব যানবাহন চলাচল না করার বিষয়ে আমরা নির্দেশনা দিয়েছি।

সবকিছু বিবেচনা করেই ইজিবাইক বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ওবায়দুল কাদের।

সড়কে শৃঙ্খলার অভাব রয়েছে জানিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, রাস্তায় শৃঙ্খলার সঙ্কট রয়েছে। সড়কে শৃঙ্খলা আনতে না পারলে কোনো পরিকল্পনা কাজে আসবে না। আমরা সে লক্ষ্যে কাজ করছি। আশা করছি আমরা পরিকল্পনা অনুযায়ী শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারব।

এ সম্পর্কিত আরও খবর